কলকাতা: বর্ষায় (Monsoon) প্রতিটি জলপ্রপাত (Waterfall) প্রাণ ফিরে পায়। ধারন করে এক অপরূপ মায়াবী চেহারা। বিপুল জলপতনের আনন্দে হয়ে ওঠে উচ্ছল ও প্রাণবন্ত। দেশের মধ্যে আছে ছোট বড় অনেক সুন্দর সুন্দর জলপ্রপাত। এই জলপ্রপাতগুলো দেখতেই দীর্ঘপথ পাড়ি দেন রোমাঞ্চপ্রিয় মানুষেরা। এছাড়াও বর্তমানে দেশের জলপ্রপাতগুলো পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। জলপ্রপাতে পর্যটক বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। ঘটছে প্রাণহানিও। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়মাথায় রাখা খুব জরুরি।
গাইড: জলপ্রপাতে যাওয়ার সময় সঙ্গে স্থানীয় অভিজ্ঞ গাইড নিয়ে যাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। অনেকেই তা মানেন না। পাহাড়ি পথে দুর্ঘটনা এড়াতে পথ দেখাতে সাহায্য করে গাইড। এছাড়াও কোন কোন জলপ্রপাত নিরাপদ, কোন রাস্তা দিয়ে গেলে সহজেই পৌঁছোতে পারবেন, তা সঠিক পরামর্শ দেয় গাইডই।
ছবি তোলায় সতর্কতা: জলপ্রপাতের ধারে বা চূড়ায় দাঁড়িয়ে অনেকের ছবি তোলেন। এতে কিন্তু প্রাণের ঝুঁকি রয়েছে। এভাবে ঝুঁকি নিয়ে ছবি তুলতে গিয়ে পা পিছলে পড়েন অনেকেই। তাই ঢালে বা চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলতে যাবেন না কিন্তু।
বৃষ্টির সময়: বৃষ্টির সময় জলপ্রপাতের অন্য এক রূপ দেখা যায়। বিভিন্ন জলপ্রপাতে যাওয়ার পথও কিন্তু উঁচু-নিচু থাকে। অতিবৃষ্টির সময় এসব রাস্তা খুব পিছোল হয়ে যায়। আর ভারী বর্ষণের সময় পাহাড় থেকে নেমে আসা ঢলে তীব্র স্রোত তৈরি হয়। এ সময় জলপ্রপাত ভ্রমণ খুব বিপজ্জনক।
সাঁতার না জানা: জলপ্রপাতের নিচের অগভীর কূপগুলো অনেকটাই নিরাপদ। জলপ্রপাতের জলে ভিজে আনন্দ করেন পর্যটকেরা। তবে বিপদ এড়াতে সাঁতার না জানলে এসব অগভীর কূপেও নামবেন না।