সামনেই ক্রিসমাস আর তার পর নিউ ইয়ার। ক্রিসমাস (Christmas) বা নিউ ইয়ার ইভ পার্টিতে (New Year eve party) কী ভাবে সাজবেন তা নিয়ে নিশ্চয় ভাবনাচিন্তা চলছে। কীভাবে সাজবেন কোন পোশাক পড়বেন তা নিয়ে মোটামুটি একটা ধারণা করে ফেলেছেন অনেকেই। তবে এত কিছুর মধ্যে নেল আর্টের কথা কিন্তু ভুললে চলবে না। তাই কোনও মতে শুধু রাঙিয়ে নেওয়াই নয় পার্টির থিম অনুযায়ী বা পোশাকের সঙ্গে মানানসই নেল আর্ট না করলে অসম্পূর্ণ থেকে যাবে আপনার ‘পুরো গেটআপ’। বছর শেষের এই দুই উদযাপন-অনু্ষ্ঠানে কোন নেল আর্ট দিয়ে নজর কাড়বেন তা যদি এখন ঠিক করে না থকেন, তা হলে আপনার কাজ সহজ করতে রইল ট্রেন্ডিং নেল আর্টের (nail art) তালিকা। যে কোনও একটি পছন্দ করে সাজিয়ে নিন নখ। আপনার লুকের সঙ্গে আপনার নখের সাজও হয়ে উঠুক নজরকাড়া-
ইমো নেলআর্ট (emo nail art)
রিয়েল ওয়ার্ল্ডের বদলে আজকাল ভার্চুয়াল ওয়ার্ল্ডেই বেশি সময় কাটায় অধিকাংশ মানুষ। আপনিও যদি তাদের একজন হন তা হলে এই নেলআর্ট আপনার জন্যেই। পছন্দের রং বেছে নিয়ে তাতে পছন্দের ইমোজি এঁকে নিন ব্যস ইমো নেলআর্ট রেডি। এই নেলআর্ট যেমন ট্রেন্ডিং তেমন আবার বেশ মজারও। সবার নজরে পড়তে বাধ্য।
ফ্লোরাল নেলআর্ট (floral nail art)
এই নেল আর্ট সব সময় হিট। এটা দেখতেও বেশ ভাল লাগে। তবে এই নেল আর্টের জন্য চাই দক্ষ হাত। তবে কিছু ট্রিকস অ্যান্ড টিপস আছে যা ভার্চুয়াল ওয়ার্ল্ডে বেশ ভাইরাল। সেগুলো দেখে বাড়িতে কদিন চেষ্টা করলে ক্রিসমাস আর নিউ ইয়ারে ফ্লোরাল নেলআর্টে আপনি দক্ষ হয়ে উঠবেন।
পার্ল নেলআর্ট (pearl nail art)
এই নেল আর্ট যে কোনও পার্টি বা অনুষ্ঠানের জন্য দ্য মোস্ট ইন থিং। আপনার পোশাকের সঙ্গে মানানসই রঙ লাগিয়ে নিন। ড্রেস যদি মোনোটোন হয় তা হলে এক কালার আর যদি ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ থাকে তা হলে সেই রং অনুযায়ী নখ রাঙিয়ে নিন। এবার আপনার পছন্দ মতো রি ফিঙ্গার কিংবা মিডল ফিঙ্গারের নখে ছোট ছোট বিডস আর স্টোন বসিয়ে নিন। ব্যস আপনার পার্ল নেল আর্ট রেডি। এটা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি রয়্যাল।