নতুন বছরের আগে অন্দরসজ্জায় (home decor) মেকওভারের কথা ভাবছেন বেশ কিছুদিন ধরেই। কিন্তু মাসের শেষে পকেটে টান পড়ার আশঙ্কায় এখনও ঠিক করে উঠতে পারেননি কীভাবে দেবেন এই মেকওভার। অন্দরসজ্জা আর খরচ নিয়ে আপনিও যদি এই রকম কোনও দোটানায় পড়েন তা হলে আপনার সমস্যার এক চমকপ্রদ সমাধান হলো ইন্ডোর প্ল্যান্টস (indoor plants)।এগুলো যেমন একদিক থেকে সহজ ও সস্তা তেমন স্বাস্থ্যের জন্যেও খুবই ভাল। আর শুধু নিজের বাড়ির অন্দরসজ্জাতেই নয় আপনার পরিবেশ বান্ধব আত্মীয়-পরিজনে বা বন্ধু বান্ধবদের উপহার হিসেবে এই ইন্ডোর প্ল্যান্ট বেশ চমত্কার।ইন্ডোর প্ল্যান্টের লম্বা তালিকা রয়েছে তবে সেখানে থেকে হাতে গোনা এমন কয়েকটা গাছের নাম রইল আপনার জন্য যেগুলো শুধু বাড়ির বারান্দা বা ঘরের ভিতরের শোভা বাড়াবে তাই নয়। আপনার স্বাস্থ্যও ভাল রাখবে। যেমন-
স্নেক প্ল্যান্ট (Snake Plant)
বাড়ির ভিতরের পরিবেশ তরতাজা রাখার পক্ষে স্নেক প্ল্যান্ট দারুন।এই গাছের বেশি পরিচর্যার প্রয়োজনও পড়ে না। এমনকী টানা বেশ কয়েকদিন যদি গাছে জল না পড়ে এই গাছ তাও বেঁচে থাকে।
এনথিউরিয়াম প্ল্যান্ট (Anthurium Plant)
এই ইন্ডোর প্ল্যান্ট হাওয়ায় থাকা ফর্ম্যালডেহাইড, অ্যামোনিয়া, টোলিউন ও জাইলিনের মতো বিষাক্ত রাসয়নিক পরিষ্কার করে হাওয়া শুদ্ধ ও তরতাজা করে তোলে। আর এই গাছের ফুল দেখতেও বেশ সুন্দর। আর এগুলোর বিশেষ যত্নেরও প্রয়োজন হয় না।
স্পাইডার প্ল্যান্ট (Spider Plant)
এই স্পাইডার প্ল্যান্ট বাড়ির হাওয়ায় থাকা বিষাক্ত রাসায়নিক শুষে নেয় আর পরিবর্তে অক্সিজেন ছাড়ে। তাই বাড়ির ভিতরে এই গাছ রাখা যেমন স্বাস্থ্যের পক্ষে ভাল তেমন এই গাছ বাড়ির অন্দরসজ্জাতে এক অন্য মাত্রা যোগ করে।
অর্কিড প্ল্যান্ট (Orchid Plant)
অর্কিডের ফুল যে বাড়ির অন্দরসজ্জায় এক নিমেষে অন্য মাত্রা যোগ করে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে শুধু সৌন্দর্যের দিকে থেকেই নয় বাড়ির ভিতরের পরিবেশ ও পরিষ্কার করে এই গাছ। বাতাসে থাকা জাইলিন ও টোলইউন নামের বিষাক্ত পদার্থ শুষে নেয়।