কলকাতা: গরম (Summer) হোক বা বর্ষা (Monsoon) কিংবা শীত (Winter), ঘুরতে যেতে কমবেশি সকলেই ভালোবাসেন। অল্প খরচে হিমেল স্বাদ উপভোগ করতে উত্তরবঙ্গের (North Bengal) দিকে পাড়ি দেন কিন্তু অনেকেই। কিন্তু সাম্প্রতিক দার্জিলিং (Derjeeling) বা কার্শিয়ঙের ভিড় এড়াতে অনেকেই অফবিটের খোঁজে থাকেন। নিরিবিলি কোনও পর্যটনকেন্দ্র এখন পর্যটকদের টানছে। যেখানে নেই কোনও কোলাহল। শান্ত এবং মনোরম পরিবেশ। শহুরে কোলাহল এড়িয়ে কয়েকটি দিন পাহাড়ে কাটাতে চান? আপনার জন্য রইল এই তিনটি অচেনা পাহাড়ি গ্রামের সন্ধান। যা আপনার মনমুগ্ধ করতে কিন্তু বাধ্য।
চারিদিক পুরোও ছবির মতো সবুজ। চা বাগানে ঘেরা চারদিক। মেঘে ঢাকা এবং নানা প্রকার রঙবেরঙয়ের অর্কিডের গাছ। একটি ছোট পাহাড়ি একটি জনপদ হল তাকদা(Takdah)। এই তাকদা গ্রামটি উচ্চতা প্রায় ৪ হাজার ফিট, স্থানিয় ভাষায় তাকাদা বা তুকদা কথার অর্থ হল মেঘে ঢাকা। বড়ো বড়ো পাইন গাছের সারি, পাথুরে সুপ্রাচীন রাস্তা, ইতিহাসের গন্ধ মাখা ব্রিটিশ বাংলো তখন ঢেকে যায় কুয়াশা চাদরে। মেঘও ঘিরে ফেলে সবুজ ঢেউ খেলানো চা বাগান, পাহাড়ি উপত্যকা।
আরও পড়ুন: Shah Rukh Khan | বুধবার সকালেই মুম্বই ফিরলেন কিং খান, কেমন আছেন অভিনেতা?
কীভাবে যাবেন?
তাকদা গ্রামটি শিলিগুড়ি থেকে প্রায় ৬০কিলমিটার এবং এনজেপি থেকে প্রায় ৬৫ কিলোমিটার। এছাড়াও এই গ্রামটি দার্জিলিং থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই সমস্ত জায়গা থেকে অনায়াসে তাকদা পৌঁছনো যায়। সরাসরি গাড়িও পেয়ে যাবেন আপনারা।
গাড়ি ভাড়া কত?
শিলিগুড়ি বা এনজপি থেকে গাড়ি ভাড়া করতে হবে। ছোট গাড়ির ভাড়া পরবে ২৫০০ থেকে ৩০০০ টাকা। এছাড়াও বড় গাড়ির ভাড়া করতেই পারেন। সেটার ভাড়া ধরুন আনুমানিক ৩৫০০ থেকে ৪০০০ টাকা। এছাড়াও চাইলে শেয়ার গাড়ি করতেই পারেন। গাড়ি রুট বদলে বদলে চলে আসতে পারেন তাকদাতে সেক্ষেত্রে গাড়ি ভাড়ার খরচ কম লাগতে পারে।
কোথায় থাকবেন?
এখানে কিন্তু অনেকগুলো ব্রিটিশ বাংলো আছে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাদের। এই বাংলোগুলোর সঙ্গে যোগাযোগ করে নিতে হবে আগে থেকে। বুক করে রাখুন। তারপর শান্তিতে ছুটি কাটান।