বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে উদযাপিত হয় অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya)। চলতি বছর আগামী ২২ এপ্রিল অর্থাৎ শনিবার (Saturday) পড়েছে এই পবিত্র দিন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিন সোনা কেনার প্রথা রয়েছে এবং সেটিকে খুব শুভ বলে মনে করা হয়। সোনা-রূপো কেনার পাশাপাশি এদিন লক্ষ্মী-নারায়ণেরও পুজোও করা হয়। অনেকেই বিশ্বাস করেন যে, অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর বিশেষ পুজো করলে বাড়িতে অর্থের অভাব হয় না। তবে এমন কিছু কাজ রয়েছে যা অক্ষয় তৃতীয়ার দিন করলে মা লক্ষ্মী আপনার ওপর ক্ষুব্ধ হতে পারেন। তাই এই দিনে ভুল করেও সেই কাজগুলি করা উচিত নয়। চলুন দেখে নেওয়া যাক কি কি কাজ করবেন না-
ঘর অন্ধকার রাখবেন না- প্রথা অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির কোনও অংশ অন্ধকার থাকা উচিত নয়। ঘর অন্ধকার হলে বাতি জ্বালিয়ে রাখতে হবে। মা লক্ষ্মীর কৃপায় সংসারে সুখ উপচে পড়বে।
স্নান না করে তুলসী পাতা তুলবেন না- অক্ষয় তৃতীয়ায় পবিত্রতার বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। এই তিথিতে স্নান না করে তুলসী পাতা তুলতে নেই। পাশাপাশি, তুলসী পাতা তোলার আগে অনুমতির প্রয়োজন হয়। তুলসীর সামনে প্রার্থনা করে এই পাতা তুলতে হয়। কিন্তু অক্ষয় তৃতীয়ায় অনুমতি ছাড়া তুলসী পাতা তোলাও নিষিদ্ধ। না-হলে লক্ষ্মী রুষ্ট হয়ে যান।
আরও পড়ুন:Akshay Tritiya | সোনা কিনতে না-পারলে অক্ষয় তৃতীয়ায় বাড়ি আনুন এই জিনিস, প্রসন্ন হবে না লক্ষ্মী
ব্রত ভাঙবেন না- যদি দীর্ঘ সময় ধরে ব্রত রাখেন তাহলে তবে অক্ষয় তৃতীয়ার দিন তা ভাঙবেন না। এই দিন ব্রত ভঙ্গ করা অশুভ বলে মনে করা হয়। সেটি দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারে।
কারও খারাপ চাইবেন না – এই দিন অন্যের সম্পর্কে নেতিবাচক চিন্তা করা উচিত নয়, কারণ এই চিন্তাগুলি আপনাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত করবে। বরং এই দিন দরিদ্রদের দান করুন। পাশাপাশি, এই তিথিতে রাগ, হিংসা, কটূবচন বা পারিবারিক কলহ এড়িয়ে যাওয়া উচিত। এ সবই অশুভ ফল প্রদান করতে পারে।
মা লক্ষ্মীর আরাধনায় কোনও ভুল করবেন না – অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীর পুজো করার সময় অত্যন্ত সতর্ক হওয়া উচিত। পুজোয় কোনও ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখুন। অক্ষয় তৃতীয়ার দিনে সৌভাগ্য ও সুখের জন্য দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আলাদা করে পূজো করা উচিত নয়। কারণ তাঁরা স্বামী-স্ত্রী। এই দিনে উভয়ের একত্রে পুজো করলে অশেষ পুণ্য পাওয়া যায়।
আমিষ খাবার খেতে নেই- অক্ষয় তৃতীয়ার দিনে মাংস, পেঁয়াজ ও রসুনযুক্ত খাবার খেতে নেই। পাশাপাশি মদ ও যে কোনও মাদক দ্রব্যের সেবনও এ সময় বর্জিত। শাস্ত্র মতে এই তিথিতে আমিষ ও মাদক দ্রব্য সেবন করলে জীবনে রোগ-শোক উৎপন্ন হয়।