চলতি বছর ২২ এপ্রিল অক্ষয় তৃতীয়া। বৈশাখ শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) হিসেবে পালিত হয়। এদিনকে হিন্দু শ্রাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুসারে এই দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই তিথিতে বিষ্ণুর অবতার পরশুরামের জন্ম। এই তিথিতে লক্ষ্মীকে খুশি করার জন্য সোনা কেনার প্রথা প্রচলিত আছে। তবে সোনা (Gold) ছাড়াও অন্যান্য কিছু বস্তুও কেনা যেতে পারে। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে প্রতিটি মানুষের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়। আপনি যদি কোনও নতুন কাজ করার কথা ভাবছেন, তবে এই দিনে এটি করলে দ্বিগুণ ফল পাওয়া যায়।
চলতি বছর ২২ এপ্রিল শনিবার অক্ষয় তৃতীয়া । অক্ষয় তৃতীয়ার শুভ সময় সকাল ৭.৪৯ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ২৩ এপ্রিল সকাল ৭.৪৭ মিনিট পর্যন্ত। এই দিনে যদি কোনও ব্যক্তি সোনা কেনেন, মা লক্ষ্মী (Lakshmi) শীঘ্রই তার উপর প্রসন্ন হন এবং বাড়িতে সুখ-সমৃদ্ধিও বজায় থাকে।
সোনা কিনতে না পারলে কী কী করবেন
অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যোদয়ের আগে ভোরবেলা ঘুম থেকে উঠে পুজো করতে হয়। স্নানের পর পরিষ্কার কাপড় পরতে হবে। ঘরের মন্দির ও ঠাকুর ঘর পরিষ্কার করে প্রদীপ জ্বালান। গঙ্গাজল (Gangajal) নিবেদন করে সমস্ত দেবতাদের পুজো করতে হয়। মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করা করবেন।দেবী লক্ষ্মীর পুজো করার জন্য, তার সামনে লাল জবা ফুল এবং পদ্ম বা জুঁই ফুল ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। এদিন ভোগ হিসেবে হলুদ রঙের ফল, মিষ্টি বা খির নিবেদন করুন। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। আপনার গৃহে সদা বাস থাবকে লক্ষ্মীর।
সোনার পরিবর্তে পারদ শিবলিঙ্গ আপনার অনেক কাজ করে দিতে পারে। পারদ শিবলিঙ্গ বাড়িতে এনে তা একেবারে নিয়ম মেনে পুজো করুন। এতে কখনও আর্থিক সংকটের মুখে পড়তে হবে না। সংসারে সমৃদ্ধি আসবে।
অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য তাঁর মন্ত্র জপ করা হয়। এই তিথিতে শ্রীযন্ত্র কিনে তাঁর পুজো করাও অত্যন্ত শুভ ফলদায়ী। তার পর নিয়ম মেনে তা স্থাপন করে প্রতিদিন তাঁর পুজো করুন। মনে করা হয় যে, শ্রীযন্ত্র দর্শন মাক্রে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করবেন।
আরও পড়ুন:Mukul Roy | ১০০ শতাংশ আত্মবিশ্বাসী, কখনওই তৃণমূলের সঙ্গে যুক্ত হব না, মন্তব্য নিখোঁজ মুকুলের
অক্ষয় তৃতীয়ায় বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ কিনে আনা অত্যন্ত শুভ। মনে করা হয় যে ঘরে শঙ্খ থাকে, সেখানে কখনও দুঃখ-দারিদ্রের বাস হয় না। সেখানে সবসময় লক্ষ্মীর আশীর্বাদ থাকে। ঠাকুরঘরে এই শঙ্খ রাখুন। এর ফলে ধন বৃদ্ধির পাশাপাশি সুখ-সৌভাগ্য বজায় থাকবে।
কড়ি ছাড়া লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ মনে করা হয়। অক্ষয় তৃতীয়া হলুদ কড়ি কিনে এনে লক্ষ্মীকে নিবেদন করলে আর্থিক সমস্যা দূর হবে। অক্ষয় তৃতীয়া তিথিতে সোনা কিনতে না-পারলে হলুদ কড়ি এনে লক্ষ্মীকে অর্পণ করুন। এর ফলে আপনার সমস্ত সমস্যা দূর হবে।
সোনা ছাড়াও এমন কিছু জিনিস আছে, যেগুলো অক্ষয় তৃতীয়ার দিনে কেনা শুভ বলে মনে করা হয়। গরু মা লক্ষ্মীর খুব প্রিয়। তাই অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে না পারলে এই দিনে গরু কিনুন। এই দিনে আপনি ১১টি পয়সা কিনুন এবং দেবী লক্ষ্মীর পূজা করুন। মা লক্ষ্মী সর্বদা আপনার উপর খুশি থাকবেন।