হোয়াটসঅ্যাপ ইউজারদের (WhatsApp Users) জন্য সুখবর। মেটা অধীনস্থ ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে (Meta Owned Instant Messaging Platform) নতুন ফিচার (New Feature) আসতে চসেছে। সেই রকম পরিকল্পনা নিয়ে এগোচ্ছে হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম (WhatsApp Development Team)। অনেক সময়তেই দেখা যায়, আমাদের কল লিস্টে (Call List) নাম নেই, অথচ এমন ব্যক্তিরাও আমাদের ভয়েস কল (Voice Call) করছেন হোয়াটসঅ্যাপে। কখনও আবার ভিডিয়ো কলও (Video Call) করে বসেন অনেকে। বিষয়টা যেমন বিব্রতকর (Embarrassing), তেমনই আবার বিরক্তির (Irritating) উদ্রেক করে। এই ধরনের পরিস্থিতিতে আমরা প্রায় প্রত্যেকেই কখন না কখনও পড়েছি বা পড়ে থাকি। হোয়াটসঅ্যাপ সংক্রান্ত প্রকাশিত একটি রিপোর্ট বলছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম (World’s Most Popular Instant Messaging Platform) এমন একটি বিশেষ ফিচার (Special Feature) নিয়ে কাজ করছে, যা অপরিচিত নম্বর (Unknown Numbers) থেকে কল এলে সংশ্লিষ্ট ইউজার সেই অবাঞ্ছিত কল মিউট (Mute Unwanted Calls) করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ সংক্রান্ত খবর পরিবেশনকারী ওয়েবসাইট ডব্লুএবিটাইনফো (WABetaInfo) বলেছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার ডেভেলপ করছে। এই ফিচার আপডেট (Feature Update) এলে যে কোনও অপরিচিত নম্বরের কল সাইলেন্স করা যাবে, যদিও তা কল লিস্ট এবং নোটিফিকেশন সেন্টারে (Call List and Notification Centre) দেখাবে। কবে এই আপডেট আসবে, তা এখনও স্থির নয়, তবে আগামী কয়েক মাসের মধ্যে এই ফিচার সর্বসাধারণের জন্য উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ এই ফিচারের অনেক সুবিধা রয়েছে। সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ ইউজার স্প্যাম কল (Spam Calls) এড়াতে পারবেন, আবার গুরুত্বপূর্ণ কাজের মাঝে অকারণ বিরক্তির সম্ভাবনাও কমবে।
WhatsApp is working on a feature to mute calls from unknown numbers!
WhatsApp is developing a new feature that allows users to silence calls from unknown numbers, for a future update of the app.https://t.co/Us5Bm11snF
— WABetaInfo (@WABetaInfo) March 5, 2023
প্রকাশিত রিপোর্ট বলছে, মেটা পরিচালিত এই মেসেজিং অ্যাপ্লিকেশনে এই ফিচার সেটিংসে গিয়ে অন করতে হবে। টগল (Toggle) একবার অন করে নিলে আর কোনও চিন্তা নেই। অসময়ে কোনও অপরিচিত নাম্বারের কল বেজে উঠবে না আপনার হোয়াটসঅ্যাপে প্ল্যাটফর্মে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে অবাঞ্ছিত কল আটকাতে ব্লক এবং রিপোর্ট অপশন উপলব্ধ রয়েছে। কিন্তু নতুন এই ফিচার এলে ইউজারদের সেই কল ধরতেও হবে না। আপনা থেকেই মিউট হয়ে যাবে। নোটিফিকেশন সেন্টার থেকে আপনি দেখে নিতে পারবেন, কে কল করেছিলেন বা কোথা থেকে এসেছিল। প্রয়োজনীয় হলে, আপনি নিজেই তখন কল করে নিতে পারবেন।
তবে আইওএস (iOS), নাকি অ্যান্ড্রয়েড (Android), কোন মোবাইল অপারেটিং সিস্টেমের (Operating Sysyem – OS) প্ল্যাটফর্মে আগে আসবে, তা নিয়ে কোনও তথ্য নেই। প্রত্যাশা করা হচ্ছে, উভয় প্ল্যাটফর্মেই এই বিশেষ ফিচার একই সময়ে আসবে।