Placeholder canvas
কলকাতা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
Aajke | পশ্চিমবঙ্গের রাজনীতি চিরটাকাল দিল্লি বিরোধী, এটাই বাংলার চরিত্র
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১০:৩০:০০ পিএম
  • / ১৩৯ বার খবরটি পড়া হয়েছে

সংসদীয় রাজনীতির চরিত্রই হল স্ট্রেঞ্জ বেডপার্টনারদের খুঁজে বার করা। কেউ ভেবেছিলেন নাকি যে কংগ্রেস শিবসেনা জোট হওয়া সম্ভব? কেউ ভেবেছিলেন এ বাংলার দেওয়ালে লেখা কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও এর কালি মুছে যাবার আগেই কংগ্রেস বাম ঐক্য হয়ে যাবে? হয়, রাজনীতিতে এরকম হয়। বামেদের  বিপ্লবের সিঁড়ি বেয়ে টগরবোষ্টমীপনা থেকে বাম কং জোট, তৃণমূল বিজেপি জোট, আবার মাঝে মধ্যেই কং তৃণমূল জোট হয়েছে,ভেঙেছে, আবারও হতেই পারে। কিন্তু এরাজ্যের কংগ্রেস বাম তৃণমূলের বা বলা ভাল আদতে এই বাংলার রাজনীতির মূল চাবিকাঠিটা কী? আজ নয়, স্বাধীনতার বহু আগে থেকেই বাংলার রাজনীতি দিল্লির বিরোধিতার ইতিহাস নিয়েই পথ চলা শুরু করেছে। দেশের সবথেকে বড় পলিটিক্যাল প্ল্যাটফর্ম কংগ্রেস থেকে ঐ সময়ের হিন্দু মহাসভার বা বিপ্লবী আন্দোলনের প্রত্যেক ধারার নেতৃত্বে ছিলেন বাংলার বিভিন্ন মানুষ কিন্তু দিল্লির সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাদের বিরোধ ছিল এক ঐতিহাসিক সত্য। নেতাজী সুভাষ বসুর সঙ্গে গান্ধী-প্যাটেলের বিরোধিতা, শ্যামাপ্রসাদের সঙ্গে হিন্দু মহাসভার নেতাদের কলহ, এমনকি ভগত সিং সারা দেশজুড়ে বিপ্লবী সংগঠনের ডাক দিয়েছিলেন, তাতে কিছু বঙ্গ সন্তান ছিলেন, না অনুশীলন সমিতি বা বেঙ্গল ভলেন্টিয়ারস এর নেতৃত্ব ঐ ডাকে সাড়া দেননি। আজও সেই ধারা বর্তমান। তৃণমূল মেনে নেয় নি কংগ্রেসের দাদাগিরি, মেনে নেয় নি বিজেপির আধিপত্য, তারা স্বাধীনভাবে চলার পথ বেছে নিয়েছে, সিপিএমের বেঙ্গল লাইন তো আজকের নয় সেই প্রমোদ আমলের আর কংগ্রেসের তো বাংলা হয়ে ওঠার ইতিহাস সব্বার জানা, গণি খান থেকে সিদ্ধার্থ, প্রিয় থেকে সুব্রত কংগ্রেস নয় বরং বাংলা কংগ্রেসের নেতা ছিলেন এটা বলাই ভাল। সেটাই বিষয় আজকে, পশ্চিমবঙ্গের রাজনীতি চিরটা কাল দিল্লি বিরোধী, এটাই বাংলার চরিত্র।

আরও পড়ুন: ৫ অগাস্টের ঘেরাও স্থগিত, আদালতের নির্দেশে

বিধান রায়ের সময় দিল্লির সঙ্গে লড়াই সামনে আসেনি কিন্তু বিধান রায় নিজে তদ্বির করেই নিয়ে আসতেন বাংলার প্রকল্প এবং তারজন্য ওনাকে কম কাঠখড় পোড়াতে হয়নি। একটা সময়ে নেহেরুর কাছে বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা বিধান রায়ের বিরুদ্ধে নিয়মিত অনুযোগ করতে আসতেন, বিধান রায় নাকি সরাসরি তাদের সেক্রেটারিদেরকে ফোন করে বিভিন্ন প্রকল্পের কথা বলতেন। বিধান নেহেরু জামানা শেষ হতেই রাজ্যে যুক্তফ্রন্ট, কেন্দ্রের সঙ্গে লাগাতার লড়াই, ইউনিয়ন গভর্নমেন্টের প্রতিনিধি রাজ্যপাল ধর্মবীর সে লড়াই এর আঁচ পেয়েছেন। এরপর সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানা, কেন্দ্রে সঞ্জয়ের প্রতিপত্তি, কাজেই সিদ্ধার্থ মন্ত্রী সভার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে খটাখটি লেগেই থাকতো, সঞ্জয় শুরু থেকেই সিদ্ধার্থ সঙ্কর রায় কে অতি অপছন্দ করতেন বললেও কম বলা হয়। এবার বাম জামানা, জ্যোতি বসুর জামানা। কেন্দ্রীয় সরকার দ্যায় নাই টাকা আমরা কোথায় পাই? কেন্দ্রের বঞ্চনা, বিমাতৃসুলভ আচরণ, বাংলা কে না খাইয়ে মারার চক্রান্ত ইত্যাদি শুনতে শুনতে কান পচে গেছে, কান পচলে কি হবে? বাস্তব তো ছিল সেটাই, বাংলা যেমন দিল্লি বিরোধী, দিল্লিও তেমনিই বাংলা বিরোধী, শিল্প আসতে দেওয়া হয় নি, সরকারি দপ্তর নিয়ে চলে যাওয়া হয়েছে অন্য রাজ্যে। সেই কবে কলকাতা রাজধানী ছিল, তার গুমর ভাঙাতে দিল্লি বাংলা বিরোধিতার ঝান্ডা নিয়ে হেঁটেছে, হেঁটেই চলেছে। বাম জামানায় কি তার সমাধান হল? হতেই পারতো, বাংলার জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলে অনেক কিছুই বদলাতে পারতো, গনিখান বুঝেছিলেন বাংলার জন্য পারবেন না, উনি মালদার জন্য করেছিলেন, বুদ্ধদেব শুরু করতে পারতেন, সব্বাইকে অবাক করে বুদ্ধ আদবানি সম্পর্ক ছিল দারুণ, কিন্তু বুদ্ধবাবুর আবেগ কাজ করেছিল মস্তিষ্ককে বাদ রেখে যা হবার তাই হল, বাংলা দিল্লির বিবাদ মেটার আগেই বুদ্ধ বিদায়, বাম বিদায়। এবার মমতা বা তৃণমূল জামানা। বাংলার দিল্লি বিরোধিতা বা দিল্লির বাংলার বিরোধিতা কোন পর্যায়ে? তৃণমূল ডাক দিচ্ছে দিল্লি চলো, দিল্লি গিয়ে ঘেরাও করা হবে মন্ত্রীদের দপ্তর, আদায় করা হবে ১০০ দিনের কাজের পয়সা, গৃহ নির্মাণ বাবদ পয়সা ইত্যাদি, সে এক বিরাট লিস্ট, এবং উল্টোদিকে বিরোধী দলনেতা চিঠি লিখে সেই টাকা আটকে দেওয়ার দাবী করছেন। তীব্র হয়ে উঠছে দিল্লি বাংলার লড়াই, বামেরা এই লড়াইকে নির্বাচনী ইস্যু করতে চেয়েছিলেন বটে, কিন্তু আজ মমতা এই লড়াইকে নির্বাচনী ইস্যু করে তুলতে পেরেছেন। দিল্লির কাছে লক্ষ কোটি টাকা বকেয়া পড়ে আছে, রাজ্যের মানুষ তা জানেন, বা তাঁরা সেটা বিশ্বাস করেন আর পেয়ে গেলেই কারোর ওষুধের পয়সা, কারোর দুধের পয়সা, কারোর স্কুলের ফিজ, অনেকটাই হয়, সেটাও জানেন। আমরা মানুষকে প্রশ্ন করেছিলাম, দিল্লির সরকার, নরেন্দ্র মোদীর সরকার বাংলার সরকার কে ভাতে মারার চেষ্টা চালাচ্ছেন, সেটা কতখানি সত্যি? শুনুন প্রশ্নের উত্তরে মানুষ কী বলেছেন।   

আরও পড়ুন: তৃণমূল–কংগ্রেসের মধ্যে বোঝাপড়ার কথা শুরু?

হ্যাঁ গুজরাটের পার ক্যাপিটা ইনকাম অনেকটাই বেশি, বাংলার দ্বিগুণ, কিন্তু দারিদ্র কমার হারে বাংলা অনেক এগিয়ে, ম্যাল নিউট্রিশনে গুজরাটের চেয়ে অনেক অনেক কম, মোট দারিদ্রের হিসেবেও গুজরাটের চেয়ে ঢের ভালো আমাদের বাংলা, এসব নীতি আয়োগের তথ্য। কিন্তু তাতে কী? আজও বাংলা দিল্লির লড়াই চলছে, আজও দিল্লির সরকার, ইউনিয়ন গভর্নমেন্ট ভাতে মারার বদলে বশ্যতা কিনতে চায়, আজও এ বাংলার কিছু মিরজাফরেরা এ বাংলায় বসেই বাংলার বিরুদ্ধে চক্রান্ত চালায়। গুপ্ত যুগে, পাল বা সেন যুগেও, সুলতানি আমলে, দিল্লির সঙ্গে লড়াই ছিল, বারো ভুঁইয়ার লড়াই ছিল, মোগল বা ইংরেজদের বিরুদ্ধে লড়াই ছিল, দিল্লির বিরুদ্ধে বাংলার সে লড়াই এখনও থামে নি।   

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

রণক্ষেত্র বৈষ্ণবনগর, রাজ্যপালকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
মেগা বাজেটের তিন ছবি মুক্তির অপেক্ষায়
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
স্ত্রীকে সঙ্গে নিয়ে পুষ্পার গানের তালে নাচলেন কেজরিওয়াল, ভাইরাল ভিডিও
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
অশান্ত ভাঙড়, তৃণমূল পার্টি অফিসে আগুন ও ভাঙচুরের অভিযোগ
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, অবস্থা ভয়াবহ
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
সুখবর! ৫ বছর পর খুলছে কৈলাস এবং মানস সরোবরের দরজা
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
মুর্শিদাবাদে পৌঁছল জাতীয় মহিলা কমিশন, কী কথা বললেন স্থানীয়দের সঙ্গে?
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
মিশরীয় মডেলের প্রেমে হাবুডুবু হানি
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
রাশিয়া-ইউক্রেন যু *দ্ধ নিয়ে বিরাট বক্তব্য ট্রাম্পের
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
বিদেশ থেকে আসছে চিতা, ঘুরবে ভারতের জঙ্গলে জঙ্গলে!
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
মণিপুরের বিতর্কিত অডিও টেপের ফরেনসিক তৈরি, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র  
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
পলক কি এখন শুধু ‘ভাল বন্ধু’! ইব্রাহিমের নজর রাশার দিকে?
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
প্রবল বৃষ্টি, ভেঙে পড়ল চারতলা বাড়ি, চলছে উদ্ধারকাজ … দেখুন কী অবস্থা
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
নেই জল, রাস্তা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র! গুজরাত মডেলের বাস্তব চিত্র
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি …. কী হয়েছে? এখন কেমন আছেন?  
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team