কলকাতা: রাত থেকে টানা বৃষ্টিতে (Rain) পুরোপুরি জলের তলায় কলকাতা (Kolkata)৷ বৃষ্টি কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷ উল্টে জোরে বৃষ্টি শুরু হয়েছে শহরে৷ তার উপর সকাল সাড়ে ১০টার পর বন্ধ করে দেওয়া হয়েছে লকগেট (Lockgate)৷ দুপুর ৩টে অবধি বন্ধ থাকবে৷ লকগেট বন্ধের আগে সকালের জমা জল কিছুটা বার করে দিয়েছিল পুরসভা৷ কিন্তু সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে চার ঘণ্টা জমা জল বেরনোর সম্ভাবনা নেই৷ এর মধ্যে যদি আরও বৃষ্টি হয় তাহলে কপালে আরও দুর্ভোগ রয়েছে শহরবাসীর৷
আরও পড়ুন: ধাপাতেই ১২৭ মিমি , উল্টোডাঙা-কালীঘাটেও রেকর্ড বৃষ্টি
একদিকে অক্ষরেখা, অন্যদিকে ঘূর্ণাবর্ত৷ এই জোড়া ফলায় রবিবার গভীর রাত থেকে শুরু হয় প্রবল বৃষ্টি৷ তবে ভোর ৪টে থেকে ৫টার মধ্যে ঢেলে বৃষ্টি হয় শহরে৷ হাওয়া অফিসের রেকর্ডই বলছে, ওই এক ঘণ্টায় ধাপাতে ৯২ মিমি, উল্টোডাঙায় ৮০ মিমি, কালীঘাটে ৭৫ মিমি, তোপসিয়ায় ৭৩ মিমি এবং বালিগঞ্জে ৬৬ মিমি বৃষ্টি হয়৷ ওই একঘণ্টার বৃষ্টিতেই শহর এখন জলের তলায়৷ কলকাতা যেন হয়ে উঠেছে ভেনিস৷
সল্টলেকের একটি নামজাদা স্কুলের কাছে জমেছে জল৷ সোমবার৷ নিজস্ব চিত্র৷
একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর থেকে দক্ষিণ কলকাতা৷ মধ্য কলকাতার জলযন্ত্রণার কথা যত কম বলা যায় ততই ভালো৷ রাতের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে কলেজ স্ট্রীট, ঠনঠনিয়া কালীবাড়ি, লালবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড৷ জল থই থই লেকটাউন, বিধাননগর, দমদম, উল্টোডাঙা৷ জল জমার জন্য ইদানীং বিখ্যাত হয়ে উঠেছে পাতিপুকুর আন্ডারপাস৷ সেখানেও বুক সমান জল৷ দক্ষিণে টালিগঞ্জ থেকে গড়িয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন৷ বেহাল অবস্থা বেহালার৷
জল থই থই সল্টলেক৷ সোমবার৷ নিজস্ব চিত্র৷
আরও পড়ুন: সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি, জলের তলায় কলকাতা
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে৷ তবে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ অন্যদিতে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷ আজ সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বৃষ্টিপাতের জেরে শহরের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে৷ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক৷
শহরের জলযন্ত্রণার ছবি৷ সোমবার৷ নিজস্ব চিত্র৷