দিনহাটা: দুর্গ রক্ষা হল না৷ সবুজ ঝড়ে বেসামাল বিজেপির দিনহাটা দুর্গ৷ সেখানে ১ লাখ ভোটে লিড নিয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী উদয়ন গুহ৷ নীল বাড়ি দখলের লড়াইয়ে যে কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের কাছে মাত্র ৫৭ ভোটে হেরে গিয়েছিলেন৷ কিন্তু কয়েক মাসের মধ্যে বদলে গেল ছবিটা৷ উপনির্বাচনে সেই দিনহাটাতেই বিপুল ভোটে জয়লাভ করার পথে উদয়ন গুহ৷ শেষ কয়েক রাউন্ড গণনা বাকি৷ কিন্তু ১২ রাউন্ড গণনা শেষেই ১ লাখের বেশি ভোটে লিড নিলেন তৃণমূল প্রার্থী৷ দিনহাটার ট্রেন্ড দেখে শাসক দলের দাবি, অন্তত দেড় লাখ ভোটে জিতবেন উদয়ন গুহ৷
উদয়নের লিড নেওয়ার খবর সামনে আসতেই উল্লাস শুরু হয়েছে তৃণমূল শিবিরে৷ একে-অপরকে সবুজ আবির মাখিয়ে উৎসবে মেতেছেন ঘাসফুল কর্মীরা৷ জয় নিশ্চিত দেখে সমর্থকদের ভিকট্রি চিহ্ন দেখিয়েছেন উদয়ন গুহ৷ এদিন দিনহাটা কলেজে শুরু হয় গণনা৷ কমিশন জানিয়েছিল, এই কেন্দ্রে ১৯ রাউন্ড গণনা হবে৷ বেলা ১১টা বেজে ১৫ মিনিট নাগাদ ১২ রাউন্ড শেষ হয়৷ তাতেই উদয়ন গুহ পেয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ১৭৪টি ভোট৷ দ্বিতীয় স্থানে থাকলেও বিজেপি তৃণমূলের ধারে কাছেও নেই৷ বিজেপি প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন মাত্র ১৬ হাজার ৬৬৫টি ভোট৷
চারটি কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে দিনহাটা আসনটি নিয়ে রাজনৈতিক মহলের কৌতূহল ছিল বেশি৷ ভোট পরবর্তী হিংসার বিজেপি কর্মীদের উপর হামলা, বাড়ি-ঘর ভাঙচুরের একাধিক অভিযোগ উঠেছিল দিনহাটায়৷ সেটা মাথায় রেখেই এই কেন্দ্রে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন৷ যা বাকি তিন কেন্দ্রের চেয়ে বেশি৷ সেখানে এবার বিজেপি বহু বুথে এজেন্ট পর্যন্ত দিতে পারেনি৷ বিজেপির অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসের কারণে তারা এজেন্ট দিতে পারেনি৷ কটাক্ষ করে তৃণমূল নেতাদের একাংশ জানিয়েছেন, বিজেপির কাছে হারের কোনও কৈফিয়ত নেই৷ তাই সন্ত্রাসের অভিযোগ তুলে মুখ বাঁচাতে চাইছে৷