কলকাতা: কয়েক দিনের হালকা বৃষ্টির (Rain) পর ফের বাড়তে শুরু করে তাপমাত্রা (Temperature)। আর্দ্রতাজনি অস্বস্তি বঙ্গবাসীর সমস্যা বাড়াচ্ছে। রবিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও সেই অর্থে বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া দফতর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আজ ও ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে দু তিন জেলায়। হালকা মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কা। সোমবার দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যেয় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৮৮ শতাংশ।
আরও পড়ুন: Daily Bengali Horoscopes | Ajker Rashifal | আজকের রাশিফল| ৩ জুলাই, ২০২৩
এদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, দক্ষিণবঙ্গে। আংশিক মেঘলা আকাশ জেলাগুলিতে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে সবথেকে বেশি বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামী ২৪ ঘন্টায় মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি।
দেশজুড়ে মৌসুমী বায়ু। পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত। এই রেখা উত্তর প্রদেশ দক্ষিণ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত চলে গেছে। আগামী কয়েক দিন উত্তরাখন্ড রাজস্থান উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির আশঙ্কা। গুজরাট রাজস্থান পাঞ্জাব চন্ডিগড় হরিয়ানাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ ছত্রিশগড় হিমাচল প্রদেশে। পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এবং নাগাল্যান্ড মিজোরাম মণিপুরে আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির সতর্কতা।