ডোমকল: অশান্তি থামার লক্ষণ নেই। সন্ত্রাসের আবহেই চলছে ভোট। শনিবার সকালে ভোট গ্রহণের শুরুর আগেই উত্তপ্ত ডোমকল। ডোমকল থানার কুপিলা গ্রামে গুলিবিদ্ধ দুই তৃনমুল কর্মী। পুলিশ জানিয়েছে, তাঁদের নাম আমিরুল শেখ ও সোহেল রানা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ভোট দিতে যাওয়ার পথে তাঁদেরকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় অভিযোগের তির সিপিএমের বিরুদ্ধে। যদিও এ ব্যাপারে সিপিএমের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পঞ্চায়েত ভোটের শুরু থেকেই রক্তের হোলি মুর্শিদাবাদ জুড়ে। মুর্শিদাবাদে ভোটের বলি তিন। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। আর তিনজনই তৃনমুল কর্মী- সমর্থক বলে জানা গিয়েছে। গতকাল রাতে বেলডাঙ্গার এলাকার বাবর আলি নামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। পাশপাশি রেজিনগর থানার নাজিরপুর এলাকা থেকে তৃণমূল কর্মী ইয়াসিন শেখের মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে এদিন সকালে খড়গ্রামের রতনপুরে সতরুদ্দিন শেখকে কুপিয়ে খুন করা হয়। তিনিও তৃণমুল কর্মী বলে জানা গিয়েছে। এদিকে ভোটের হিংসায় আহত এক মহিলা সহ চারজন। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: Panchayat Election | বারাসতে রাজ্যপাল, কথা বললেন আক্রান্ত নির্দল সমর্থকের পরিবারের সঙ্গে