কলকাতা টিভি ডিজিটাল: পঞ্চায়েতের বোর্ড (Panchayat Board) গঠন ঘিরে জেলায় জেলায় রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে। বুধবারের পর বৃহস্পতিবারও একাধিক জেলায় শাসকদল এবং বিরোধী দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের মারামারিতে ইটপাটকেল ছোঁড়া থেকে শুরু করে বোমাবাজি, মারধর এমনকী গোলাগুলি চলারও নভিযোগ উঠেছে। কোথাও আবার সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশও আক্রান্ত হচ্ছে। সব মিলিয়ে বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে বিভিন্ন জেলায়।
এদিন মুর্শিদাবাদের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পঞ্চায়েত ভবনের ভিতর বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। তারপরই পঞ্চায়েত অফিসের বাইরে বিজেপির সঙ্গে শাসকদলের কর্মীদের তুমুল সংঘর্ষ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বোর্ড গঠন ঘিরে জাঙ্গিপাড়ায় ধুন্ধুমার,পুলিশ-আইএসএফ তুমুল সংঘর্ষ
নদিয়ার দত্তপুলিয়া পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরেও এদিন রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিজেপি এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে দীর্ঘক্ষণ। বিজেপির অভিযোগ, শাসকদলের লোকজন গুলিও চালিয়েছে। গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি সমর্থকরাই তাঁদের উপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রের খবর, এই পঞ্চায়েতে ৩০টি আসনের মধ্যে বিজেপি এবং তৃণমূল ১৪টি করে আসন পেয়েছে। বাকি দুই আসনে জেতে সিপিএম। এদিন ভোটাভুটিতে দু’পক্ষই ১৫টি করে ভোট পেয়েছে। তারপরই বোর্ডের দখল কাদের হাতে থাকবে, তা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে গোলমাল শুরু হয়। রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে দত্তপুলিয়া পঞ্চায়েত অফিস চত্ত্বর।
পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পরই জয়ী বিজেপি সদস্যদের পঞ্চায়েত অফিসের পিছনের দরজা দিয়ে তৃণমুলের লোকজন জর করে বার করে দেয় বলে অভিযোগ। তা নিয়েও দুই দলের মধ্যে উত্তেজনা ছড়ায়। ওই ঘটনার প্রতিবাদে বিজেপি হলদিয়া-কুকড়াহাটি রাজ্য সড়ক অবরোধ করে রাখে দীর্ঘক্ষণ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। এর ফলে যান চলাচল ব্যাহত হয় রাজ্য সড়কে। এছাড়াও গোলমাল হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার, হুগলির জাঙ্গিপাড়া সহ অনেক জায়গাতেই।
জোর করে গ্রাম পঞ্চায়েতের অফিসের পেছনের দরজা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তৃনমুলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃনমুলের। তীব্র উত্তেজনা এলাকায়। হলদিয়া কুকড়াহাটি রাজ্য সড়ক অবরোধ করে আগুন ধরিয়ে বিক্ষোভ বিজেপির।