গত ২৪ ঘন্টায় কাবুল থেকে আমেরিকার উদেশ্যে পাড়ি দিয়েছে ৬টি সি-১৭ বিমান এবং ৩২টি চার্টার্স বিমান। এই ৩৮টি বিমানে করে প্রায় ৩ হাজার ৮০০ জন যাত্রীকে আনা হচ্ছে।
আরও পড়ুন : আফগানিস্তান থেকে আতঙ্কিতদের ফেরানোই এখন মূল লক্ষ্য আমেরিকার
শনিবার রাতে হোয়াইট হাউসের তরফে ট্যুইটে করে এই তথ্য দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, চলতি বছরের জুলাই মাস থেকেই আফগানিস্তান থেকে আমেরিকায় অনেক মানুষ এসেছেন। হিসাব বলছে, জুলাই মাসের শেষের দিকে প্রায় ২২ হাজার মানুষকে আফগানিস্তান থেকে আমেরিকায় আনা হয়। এরপর গত ১৪ অগস্ট পর্যন্ত প্রায় ১৭ হাজার আফগানবাসীকে আমেরিকায় স্থানান্তরিত করা হয়েছে।
In the last 24 hours, 6 U.S. Military C-17s and 32 charters departed Kabul. The total passenger count for those 38 flights is approximately 3,800. Since the end of July, we have relocated approximately 22,000 people. Since August 14, we have evacuated approximately 17,000 people.
— The White House 46 Archived (@WhiteHouse46) August 21, 2021
আরও পড়ুন : আফগানিস্তান থেকে শুধুমাত্র হিন্দু ও শিখদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত?
MG Taylor: Since August 14th, we have evacuated ~17,000. I would add that Intelligence, law enforcement, and counterterrorism professionals are conducting screening and security vetting for all SIV applicants and other vulnerable Afghans before they are allowed into the U.S. pic.twitter.com/eHgohoeIzS
— Department of Defense 🇺🇸 (@DeptofDefense) August 21, 2021