Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৩ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
SC Notices to Bihar Govt | গ্যাংস্টার-নেতা আনন্দ মোহনকে মুক্তি দেওয়ায় বিহার সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শুভেন্দু ঘোষ
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩, ০৩:১৫:৫৭ পিএম
  • / ৮৮ বার খবরটি পড়া হয়েছে
  • শুভেন্দু ঘোষ

নয়াদিল্লি: বিহারের গ্যাংস্টার-নেতা আনন্দ মোহন সিংকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই মুক্তি দেওয়াকে কেন্দ্র করে বিহার সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। আনন্দ মোহনের মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে একটি আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৯৪ সালে বিহারের গোপালগঞ্জের জেলাশাসক জি কৃষ্ণাইয়াকে গণপ্রহারে খুন করা হয়। যার নেতৃত্বে ছিলেন আরজেডি-র প্রাক্তন এমপি আনন্দ মোহন। বিচারপতি সূর্য কান্ত এবং জে কে মাহেশ্বরীর বেঞ্চ একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারেরও অন্য একটি আবেদন গ্রহণ করে।

সুপ্রিম কোর্টে মূল আবেদনটি করেন উমা কৃষ্ণাইয়া। তিনি নিহত জেলাশাসকের স্ত্রী। শীর্ষ আদালতের এই নির্দেশে খুশি উমা বলেন, সুপ্রিম কোর্ট ইতিবাচক সাড়া দেওয়ায় আমরা খুশি। বিহার সরকার ও অন্যান্য ব্যক্তিকে নোটিস দিয়েছে আদালত। ২ সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। আমরা আশা করি সুপ্রিম কোর্টে সুবিচার পাব, বলেন উমা।

আরও পড়ুন: Anubrata- Sukanya Tihar | ঈশ্বর যেন মেয়েটাকে জামিন দেন, কাতর প্রার্থনা কেষ্টর

জেলাশাসক খুনের দায়ে আনন্দ মোহনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত। ১৪ বছর জেল খাটার পর গত ২৪ এপ্রিল বিহার সরকার আইন বদল করে তাঁর মুক্তির ব্যবস্থা করে। হই-হট্টগোল এড়াতে গোপনে দিনের আলো ফোটার আগেই জেল (Jail) থেকে মুক্তি দেওয়া হয় কুখ্যাত গ্যাংস্টার (Gangster) থেকে রাজনীতিক হওয়া বন্দি আনন্দ মোহন সিংকে (Anand Mohan Singh)। যদিও বিধায়ক-পুত্র চেতন আনন্দের (MLA Chetan Anand) আংটি বদল অনুষ্ঠান উপলক্ষে ৬৯ বছর বয়সি প্রাক্তন লোকসভা সদস্য (Former MP) আনন্দ প্যারোলে (Parole) মুক্তই ছিলেন তখন। তা সত্ত্বেও সাংবাদিকদের ক্যামেরা ও হুড়োহুড়ি এবং লোকচক্ষুর নজর এড়াতে ভোররাতে তাঁকে সরকারিভাবে মুক্তি দেওয়া হয়।

বহু ওজরআপত্তি সত্ত্বেও আনন্দ মোহনকে মুক্তি দিতে আইন বদল করে বিহারের জেডিইউ-আরজেডি সরকার (Bihar Government)। জেল থেকে মুক্তি পেয়ে ফের সক্রিয় রাজনীতিতে পা দিতে চলেছেন আনন্দ মোহন।

১৯৯৪ সালে গোপালগঞ্জের জেলাশাসক জি কৃষ্ণাইয়াকে (Gopalganj DM G Krishnaiah) একদল দুষ্কৃতী খুন করে। তিনিও ওই খুনে জড়িত ছিলেন বলে ২০০৭ সালে দোষী সাব্যস্ত হন আনন্দ মোহন। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পাটনা হাইকোর্টেও (Patna High Court) তাঁর সাজা বহাল থাকে। এবছরের ১০ এপ্রিল বিহার সরকার কারা আইনে সংশোধন এনে তাঁর সাজা মকুবের পথ প্রশস্ত করে। যুক্তি হিসেবে বলা হয় ১৪ বছর সাজা কাটানো বন্দিদের মুক্তি দেওয়া হবে। এর আগে এই আইনে ২০ বছর পর্যন্ত জেলের মেয়াদ ছিল। 

জেল থেকে ছাড়া পেয়ে সহর্ষের পাচগাছিয়ায় পৈতৃকবাড়িতে ফেরেন আনন্দ মোহন। সেখান থেকে তিনি বলেছিলেন, কৃষ্ণাইয়া এবং তাঁর পরিবার এই দুঃখজনক ঘটনার শিকার হয়েছিলেন জনরোষের ফলে। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়ে বলেন, ফের সক্রিয় রাজনীতিতে ব্যাট হাতে নামতে চলেছেন। তাঁর কথায়, ভবিষ্যতে কী করব, তার জন্য পুরনো বন্ধু এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে বসে ঠিক করব। তিনি আরও বলেন, আমি ইতিমধ্যেই আমার পরিকল্পনা জানিয়েছি। অদৃষ্টের লিখনে সাড়ে ১৫ বছর জেল কাটিয়েছি। তা সত্ত্বেও আমি হিম্মত হারাইনি। জেলে বসেই আমি ৬টি বই লিখেছি। 

তিনি প্যারোলে মুক্ত থাকলেও সরকারিভাবে মুক্তি পাওয়ার জন্য জেলে চলে আসেন। কাগজপত্রে সই করেই বেরিয়ে যান তিনি। মোহনের মুক্তির খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুগামীরা জেলের সামনে এসে স্লোগান দিতে থাকেন। কিন্তু, তাঁরা যখন জানতে পারেন মোহন ইতিমধ্যেই মুক্তি পেয়ে বেরিয়ে গিয়েছেন, তখন তাঁরা গ্রামের উদ্দেশে রওনা দেন। সহর্ষ শহরে আনন্দ মোহনকে নিয়ে যাওয়ার জন্য গাড়ির লাইন পড়ে যায়। পুলিশও এসকর্ট করার জন্য প্রচুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া যায় কিনা বিবেচনা করা হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের
শুক্রবার, ৩ মে, ২০২৪
রাজভবনে মহিলা শ্লীলতাহানি প্রতিবাদে রাজপথে তৃণমূলের মহিলা কংগ্রেস
শুক্রবার, ৩ মে, ২০২৪
রাহুল শেষ পর্যন্ত রায়বেরিলিতেই, আমেথি থেকে পালালেন, কটাক্ষ মোদির
শুক্রবার, ৩ মে, ২০২৪
পশুদের জন্য এয়ার কুলারের ব্যবস্থা বেঙ্গল সাফারির
শুক্রবার, ৩ মে, ২০২৪
মালদহে দেবের হেলিকপ্টারে আগুন!
শুক্রবার, ৩ মে, ২০২৪
একটা ছোট মেয়ের সঙ্গে কী ব্যবহার করলেন রাজ্যপাল, প্রশ্ন মুখ্যমন্ত্রীর
শুক্রবার, ৩ মে, ২০২৪
তেলবাজি করে দল চলে না, ফের বিস্ফোরক কুণাল ঘোষ
শুক্রবার, ৩ মে, ২০২৪
মে মাস জমজমাট OTT প্ল্যাটফর্মে
শুক্রবার, ৩ মে, ২০২৪
শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, জানাল আলিপুর
শুক্রবার, ৩ মে, ২০২৪
হাসপাতালে ভর্তি কমেডি কুইন ভারতী সিং
শুক্রবার, ৩ মে, ২০২৪
পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার দুই
শুক্রবার, ৩ মে, ২০২৪
গরমে সারা শরীরে র‍্যাশ! এই ৫টি ভুল কখনই নয়
শুক্রবার, ৩ মে, ২০২৪
তৃণমূলের বেশি ক্ষতি করছেন কুণাল, অভিযোগ পার্থর
শুক্রবার, ৩ মে, ২০২৪
চাকরিহারাদের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর
শুক্রবার, ৩ মে, ২০২৪
পলিট্রিক্সের গ্রিনরুম | নেপথ্যচারী অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়
শুক্রবার, ৩ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team