কলকাতা: এসএসসি গ্রপ ডি-তে(SSC Group D) নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের দাবি খারিজ করল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করেছে৷ বরং, ডিভিশন বেঞ্চ তিন সদস্যের বিশেষ তদন্ত কমিটি গড়ে দিয়েছে৷ যারা সিঙ্গেল বেঞ্চেই রিপোর্ট জমা দেবে৷ একই সঙ্গে বেতন বন্ধের নির্দেশও খারিজ করেছে দিয়েছে ডিভিশন বেঞ্চ৷
এ দিন হাই কোর্টের ডিভিশন বেঞ্চ তিন সদস্যের কমিটি গড়ে দিয়েছে৷ সেই কমিটির মাথায় থাকবেন অবসর প্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ, আশুতোষ ঘোষ ( মেম্বার এসএসসি ) ও পারমিতা রায় ( মধ্যশিক্ষা পর্ষদ) এবং অরুণাভ বন্দ্যোপাধ্যায় ( আইনজীবী কলকাতা হাইকোর্ট)৷
এ দিনের শুনানিতে চাকরিপ্রাপ্ত আবেদনকারীদের আইনজীবী শক্তি মুখোপাধ্যায় বলেন, ‘মামলার কোনও সিদ্ধান্ত হয়নি। অথচ, আমাদের বেতন বন্ধ। আগে প্রমাণ হোক আমরা অপরাধী। তার পরে প্রমাণ হলে আদালত শাস্তি দেবেন। ১০৮টা শূন্যপদ ছিল৷ সেখানে নিয়োগ হয়েছে। সিঙ্গল বেঞ্চে প্রথম যে আবেদন করা হয়েছিল, তাতে কোনও তদন্তের কথা বলা হয়নি। আবেদন ছিল চাকরি পাবার। এরপরই বিচারপতি হরিশ ট্যান্ডন বলনে, তাতে কী! আদালত যদি মনে করে তবে তদন্তের নির্দেশ দিতেই পারে৷ এখানে সিঙ্গল বেঞ্চ মনে করেছে তদন্তের কথা৷ তাই দিয়েছে।
আরও পড়ুন-আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে এফআইআর নাগাল্যান্ড পুলিসের
তবে, সমস্ত চাকুরিরত গ্রুপ ডি কর্মীর বেতন বন্ধের নির্দেশ খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ৷ বলা হয়েছে, তদন্ত চলাকালীন যাদের চাকরিতে যোগদান থেকে বিরত রেখেছিল সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চের নির্দেশ, তারা ২ মাস কাজ করতে পারবে এবং তাঁদের বেতন বন্ধ করা যাবে না। তদন্ত কমিটির রিপোর্টের পরই তাঁদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আদালত। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ আরও বলেছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বেতন বন্ধ করা চাকরিরত গ্রুপ-ডি কর্মীদের প্রতি অবিচার হয়েছে৷