পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya) হিসেবে পরিচিত। চলতি বছর এই তিথি পড়েছে ২২ এপ্রিল (22 April) সকাল ৭ টা ৪৮ মিনিট থেকে ২৩ এপ্রিল (23 April) ৭ টা ৪৫ মিনিট পর্যন্ত। রীতি অনুযায়ী এই দিন ভগবান বিষ্ণু, ও মা লক্ষ্মীর পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন সোনা-রুপার মতো মূল্যবান ধাতু কেনাকে অতন্ত্য শুভ বলে গণ্য করা হয়। গৃহপ্রবেশ, হাল খাতার জন্য এই দিন অতন্ত্য শুভ বলে ধরা হয়। সেই সঙ্গে এই দিনে বাড়ির মঙ্গলার্থে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন,
১) অক্ষয় তৃতীয়ার দিন ঘরে রাখা নষ্ট ঝাঁটা বার করে দিতে হবে। এই দিন নতুন ঝাঁটাও কেনা যেতে পারে। কারণ ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়।
আরও পড়ুন: Akshay Tritiya | সোনা কিনতে না-পারলে অক্ষয় তৃতীয়ায় বাড়ি আনুন এই জিনিস, প্রসন্ন হবে না লক্ষ্মী
২) ঘরে রাখা ভাঙা বাসনকোসনও ফেলে দেওয়া উচিত। ভাঙা বাসন ঘরে রাখলে তা গৃহে নেতিবাচক প্রভাব নিয়ে আসে। এর ফলে পরিবারিক অশান্তি সৃষ্টি হয়। তাই ঘরে থাকা ভাঙা বাসন এদিন ফেলে দেওয়া উচিত।
৩) এই দিনেই বাড়িতে দেব-দেবীর ভাঙা মূর্তি থাকলে তা বিসর্জন দিয়ে দিতে হয়, এতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপা সারা জীবন বজায় থাকে।
৪) ধর্মীয় বিশ্বাস অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিন গৃহ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে তা দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে। তাই ছেড়া জুতো বা নষ্ট হয়ে যাওয়া ঝাঁটা বাড়িতে না রাখাই ভাল।
৫) এছাড়াও বাড়িতে থাকা শুকনো গাছপালা মাটিতে রেখে জল ঢালা উচিত। কারণ শুকনো গাছ বাড়িতে থাকলে বস্তু দোষ হতে পারে। এতে মা লক্ষ্মী রুষ্ট হন।