নয়াদিল্লি: রাহুল গান্ধীর নতুন ঠিকানা হতে চলেছে দক্ষিণ দিল্লির নিজামুদ্দিন ইস্ট বি-২। সাংসদ পদ খারিজ হওয়ার পর রাহুলকে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ দেয় সংসদের সচিবালয়। তিনি সরকারি বাংলো ছেড়ে উঠে যান মা সোনিয়া গান্ধীর বাড়ি। সেখান থেকে এবার ৩ ঘরের এই বাড়িতে উঠে যাচ্ছেন রাহুল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত জীবনের শেষ কয়েক বছর এই বাড়িতেই থাকতেন। ১৯৯১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এবং পরে ২০১৫ সালে তিনি এই বাড়িতে ওঠেন।
এদিকে, রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করা গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবার সর্বোচ্চ আদালতে তিনি একটি ক্যাভিয়েট দাখিল করেন। গুজরাত হাইকোর্টে রাহুলের আবেদন নাকচ হয়ে যাওয়ার তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন বলে একটা ধারণা করা হচ্ছিল। রাহুল কিংবা কংগ্রেস মামলা করলে তা যেন একতরফা শুনানি না হয়, তার জন্যই পূর্ণেশ মোদি ক্যাভিয়েট করে দুপক্ষের বক্তব্য শোনার আবেদন জানিয়েছেন।
শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত সম্প্রতি জানিয়ে দেন ওই বাড়ি থেকে তিনি সরে যাচ্ছেন। তখনই ঠিক হয় সেখানে রাহুল গান্ধী থাকবেন বলে। মাত্র দেড় হাজার বর্গফুটের বাড়িটি গাছগাছালিতে ভরা পরিবেশে হুমায়ুনের সমাধির মতো দেখতে। যদিও ১৯ বছরের পুরনো তুঘলক লেনের রাহুলের পুরনো বিলাসবহুল বাড়ির তুলনায় কিছুই নয়।