ইম্ফল: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধী মণিপুরের থৌবল থেকে ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’র সূচনা করলেন রবিবার দুপুরে। ৬৭ দিন ধরে ১১০টি জেলার উপর দিয়ে ৬৭০০ কিমি পথ অতিক্রম করবে এই যাত্রা। এই উপলক্ষে এক জনসভায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন। লোকসভা নির্বাচনের আগে বিজেপির হিন্দুত্ববাদ, মোদিকেন্দ্রিক একেশ্বরবাদী রাজনীতি ও স্বৈরাচারী শাসনকে শূলে চড়ান।
শুরুতেই রাহুল বলেন, নরেন্দ্র মোদিজি, বিজেপি এবং আরএসএসের কাছে মণিপুর এদেশের অংশ নয়। মণিপুরের মানুষের চোখের জল মোছাতে দেশের প্রধানমন্ত্রী আসেননি। এর থেকে বড় লজ্জার আর কী হতে পারে, প্রশ্ন রাহুলের।
আরও পড়ুন: ন্যায়যাত্রা শুরুর দিনে রাহুল-অনুগত সেনার দলত্যাগ
খাড়্গে বলেন, মোদিজি মণিপুরে ভোট চাইতে এসেছিলেন। কিন্তু যখন এখানকার মানুষ সমস্যার মধ্যে ছিলেন, তখন আসেননি। খাড়্গে এদিন রাহুল প্রসঙ্গে বলেন, উনি সংবিধানের প্রস্তাবনাকে রক্ষা করার জন্য লড়াই করছেন। কারণ এদেশে একনায়কতন্ত্রের আচরণে সরকার চলছে। প্রধানমন্ত্রী ‘রাম রাম’ ধ্বনি আউড়াচ্ছেন। কিন্তু, ভোটের জন্য রামকে ব্যবহার করা ঠিক নয়। অপরদিকে, কংগ্রেসের ন্যায়যাত্রা হল মানুষের জন্য কাজ, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং কৃষকদের অধিকার রক্ষার লড়াই। দেশের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা, ফ্যাসিস্ত শক্তিকে প্রতিরোধ করতে কংগ্রেসের এই যাত্রা।
এর আগে এদিন নয়াদিল্লি থেকে সপার্ষদ কংগ্রেস নেতা রাহুল গান্ধী মণিপুরের রাজধানী ইম্ফলে এসে পৌঁছন। দিল্লিতে অত্যধিক কুয়াশার জন্য তাঁদের উড়ান ছাড়তে দেরি হয়। দেশের তাবড় কংগ্রেস নেতারা আজ ইম্ফলে ঘাঁটি গেড়েছেন।
অন্য খবর দেখুন