কোলাঘাট: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিশানায় ইন্ডিয়া (INDIA) জোট (Alliance)। শনিবার বিজেপির (BJP) পশ্চিমবঙ্গ ক্ষেত্রীয় পঞ্চায়েতিরাজ (Panchayati Raj) সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেই অনুষ্ঠানেই তিনি বিরোধী জোটকে মণিপুর (Manipur) ইস্যু নিয়ে আক্রমণ করেন। মণিপুরবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও (TMC) আক্রমণ করেন তিনি। এদিন নরেন্দ্র মোদি বলেন, সরকার ১৮ হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। মিজোরামে বছর চারেক আগে মাত্র ৬ শতাংশ করে কল দিয়ে জল আসত। এখন সেই সংখ্যা ৯০ শতাংশে পৌঁছেছে। গত ৫ বছরে সাড়ে ১৩ কোটি মানুষ দারিদ্রসীমা থেকে উঠে এসেছেন।
শনিবার ৭ টি রাজ্যের জেলা পরিষদের ১৩৪ জন সভাধিপতি ও সহ-সভাপতিদের নিয়ে পঞ্চায়েতি রাজ শুরু হল হাওড়া জেলার বাগনানের নাউপালায়। নাউপালার একটি রিসোর্টে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দিতে শনিবার সকালে আসেন বিজেপির সবভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জেপি নাড্ডার সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতৃত্ব সহ অন্যান্যরা। এদিন সুকান্ত মজুমদার একটি প্রর্দশনীর উদ্বোধন করেন। এদিন সুকান্ত মজুমদার বলেন এই সম্মেলনে বিভিন্ন রাজ্যের জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাপতিদের ভাল কাজের প্রদর্শনীর ব্যবস্থা হয়েছে। সেই রকম আগামী দিনে এরা কীভাবে পথ চলবে সেই ব্যাপারে নির্দেশিকা দেবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি চোখ দিয়ে দলের প্রতিনিধিদের আগামী দিনের পথ প্রদর্শন করবেন বলে জানান সুকান্ত মজুমদার। বাংলাও দেখুক কিভাবে উন্নয়ন করা যায়, সেই কারণে এই সম্মেলনের আয়োজন বলে জানান সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: তৃণমূল-বিজেপিকে টেক্কা দিয়ে প্রার্থী ঘোষণায় এগিয়ে বাম শিবির
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, আমরা প্রতিনিয়ত দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ রাখি। এছাড়াও ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে এখানকার আইন শৃঙ্খলার অবনতির কথা জানাই। সুকান্ত মজুমদার বলেন ওনার গৃহিণী বাঙালি। সুতরাং বাংলা সম্পর্কে উনি যথেষ্ট ওয়াকিবহুল। সেই কারণে বাংলা সম্বন্ধে তাঁকে আলাদা করে কিছু বলার নেই। তা সত্ত্বেও আমরা নিয়মিত তাঁকে রাজ্যের ব্যাপারে আপডেট দিই। যদিও প্রয়োজনে তাঁকে আরো বেশি করে এই ব্যাপারে জানানো হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত ৩০-৪০ বছর ধরে বাংলায় যে হিংসার চক্র চলছে সেটা থেকে বাংলা খুব শীঘ্রই মুক্তি ঘটবে বলে জানান সুকান্ত মজুমদার।