ভগবানগোলা: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) চারদিন আগেও রাজ্য হিংসা অব্যাহত। বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে (Trinamool clash with Left-Congress) রণক্ষেত্র চেহারা নিল মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলা। তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বাম-কংগ্রেসের সমর্থকেরা। পাল্টা মিছিল করে তৃণমূল। ঘটনা ঘিরে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে, ভাঙচুর করা হয় দোকানপাট। এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Vote) চারদিন আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি চলছে। মঙ্গলবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত রইল মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনা। কোথাও কংগ্রেস প্রার্থীর বাড়ি ভাঙচুর, তো কোথাও চলল বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামল কেন্দ্রীয় বাহিনী। গ্রেফতার আইএসএফ প্রার্থী-সহ ২। তৃণমূল আইএসএফ সংঘর্ষে বোমাবাজির অভিযোগে উত্তেজনা ছড়ালো দেগঙ্গায়। মঙ্গলবার দুপুরে দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের রায়কোলা গ্রামের এই ঘটনায় পাঁচজন জখম হয়েছে বলে খবর। দক্ষিণ ২৪ পরগনার কুলপি ও উস্তি থানার সীমান্তবর্তী এলাকা আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে হটুগঞ্জ।
ভগবানগোলাতে বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে (Trinamool clash with Left-Congress) রণক্ষেত্র চেহারা নিল মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলা। একাধিক জায়গায় কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভগবানগোলার বিভিন্ন এলাকা। শুরু হয় ব্যাপক বোমাবাজি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী। এদিকে এই ঘটনার প্রতিবাদ করে মঙ্গলবার সিপিএম ও কংগ্রেস যৌথভাবে ভগবানগোলা থানা ঘিরে অবস্থান বিক্ষোভ করে। ঘণ্টা তিনেক পর পুলিশের আশ্বাস পেয়ে অবস্থান তুলে নেওয়া হয়।