প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই শহরের নাম হল উটি (Ooty)। পুরো নাম উটাকামুণ্ড। তামিলনাড়ুর বিখ্যাত এবং জনপ্রিয় শৈলশহর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ স্কটল্যান্ড দেখার ইচ্ছে অনেকেরই হয়। কিন্তু টাকা এবং সময় অভাব রয়েছে দুটোরই। তা ইচ্ছে থাকলেই উপায় হয়। আপনার স্কটল্যান্ড দেখার স্বপ্ন পূরণ হতে পারে কম খরচেই। ঘুরে আসুন ভারতের স্কটল্যান্ড থেকে। অপূর্ব সুন্দর সেই শৈল শহরকে আমরা উটি নামে চিনি।
ভারতের সবচেয়ে সুন্দর হিল স্টেশন উটি নব বিবাহিত দম্পতিদের হানিমুনের জন্য আদর্শ স্থান। আর নিশ্চিন্তে হানিমুন কাটাতে চাইলে উটির এই স্থানগুলিতে ঢুঁ দিয়ে আসুন। হানিমুন হয়ে উঠবে ঠিক সিনেমায় যেমন হয়।
আরও পড়ুন: Drugs Quality Test | গুণমান বিচারের পরীক্ষায় ব্যর্থ নিত্য ব্যবহৃত ৪৮টি ওষুধ
উটি লেক
শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে, কৃত্রিমভাবে নির্মিত হ্রদটি ইউক্যালিপটাস গাছ এবং ঝোপঝাড়ে ঘেরা। তাই কৃত্রিম হ্রদ হলেও তা বোঝার উপায় নেই। আর এই স্থানটিই দারুণ পছন্দ হানিমুন কাপলদের। নানা প্রজাতির ঝাঁকে ঝাঁকে ভিড় পাখিরা এই হ্রদের ধারে ভিড় জমায়। হ্রদের মনোরম দৃশ্য উপলব্ধি করার জন্য সংলগ্ন বোট হাউস থেকে একটি নৌকা ভাড়া করে নিলে বেশ হয়। মে মাসে এখানে নৌকা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। চারদিকে তখন শুধুই জাঁকজমক।
রোজ গার্ডেন
প্রায় ৪ হেক্টর জুড়ে বিস্তৃত উটির গোলাপ বাগান বা রোজ গার্ডেনটি দর্শনের সেরা জায়গাগুলির মধ্যে একটি। এই বাগানে আপনি ২০ হাজারটিরও বেশি গোলাপ ফুল দেখতে পাবেন। চোখে পড়বে হাইব্রিড চা গোলাপ, রংব্লার এবং ফ্লোরিবুন্ডা গোলাপ সহ অনেক প্রজাতির গোলাপ।
কালহাট্টি জলপ্রপাত
উটি যেহেতু একটি হিল স্টেশন, তাই এর আশপাশে অনেক জলপ্রপাতও নজরে পড়বে। এর মধ্যে সবচেয়ে সুন্দর হল কালহাট্টি জলপ্রপাত। উটি থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে উটি-মহীশূর সড়কের ধারে অবস্থিত এই জলপ্রপাতটি। এখানে যেতে গেলে কালাহাট্টি গ্রাম থেকে প্রায় ২ মাইল উপড়ে উঠতে হবে। কথিত আছে যে, এখানে একসময় বাস করতেন ঋষি অগস্ত্য স্বয়ং। উটি বেড়াতে গেলে এই স্থানটি যেন একেবারেই মিস করবেন না। এর প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য।