নয়াদিল্লি: রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির মতো নেতাজি সুভাষচন্দ্র বোসের ট্রেডমার্ক টুপিও কি খোয়া গেল?
আরও পড়ুন: কেন্দ্রের বৈঠকে ডাক ফেসবুক, গুগলকে, নেই ট্যুইটার
বোস পরিবারের সদস্য ও বিজেপি নেতা চন্দ্র কুমারের একটি ট্যুইট। আর তারপই খোঁজ পড়ে নেতাজির ঐতিহাসিক টুপির৷ গত রবিবার মাইক্রো ব্লগিং সাইটে তিনি জানান, লালকেল্লার সংগ্রহশালা থেকে গায়েব সুভাষচন্দ্রের ট্রেডমার্ক টুপি৷ বোস পরিবারের তরফে সেটি উপহার হিসাবে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ ২০১৯ সালে লালকেল্লার জাদুঘর উদ্বোধনের সময় টুপিটি সেখানে নিজের হাতে সাজিয়ে রাখেন প্রধানমন্ত্রী৷ কিন্তু এখন টুপিটি সেখানে নেই৷ প্রধানমন্ত্রীর কাছে চন্দ্র বোসের অনুরোধ টুপিটি সঠিক জায়গায় ফিরিয়ে আনা হোক৷
#NetajisCapMissing Bose family had handed over #Netaji's historic cap to Hon’ble PM-Shri @narendramodi ji to be kept at #RedFort Museum ¬ to be shifted around.Request Narendra Modiji to instruct placing cap in its original place. @prahladspatel @ProfKapilKumar @GeneralBakshi pic.twitter.com/BmSRpkb6kE
— Chandra Kumar Bose (@Chandrakbose) June 27, 2021
চন্দ্র বোসের এই ট্যুইটের পরই খোঁজ খোঁজ। তোলপাড় পড়ে যায়। নেতাজি অনুগামীরাও চিন্তায় পড়েন। যদিও কেন্দ্রের তথ্য সংস্কৃতি মন্ত্রক আশ্বস্ত করে জানিয়েছে, টুপিটি মোটেই হারিয়ে যায়নি৷ সেটি সুরক্ষিত আছে৷ নেতাজির নানা সামগ্রীর সঙ্গে ওই টুপিটি দিল্লি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে৷ আপাতত ভিক্টোরিয়া মেমোরিয়ালই নেতাজির টুপির ঠিকানা
এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেল বলেন, ‘নেতাজির টুপি এবং তলোয়ার সম্পূর্ণ সুরক্ষিত আছে৷ ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুভাষচন্দ্র বোসের ব্যবহৃত ২৪টি জিনিস কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেওয়া হয়৷ খুব তাড়াতাড়ি সেগুলি দিল্লি ফিরিয়ে আনা হবে৷’
আরও পড়ুন: বাড়ি ঢুকে গুলি, পুলওয়ামায় জঙ্গিসন্ত্রাসে নিহত ৩
লালকেল্লা এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল এই দুই ঐতিহাসিক ভবনই কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় পড়ে। মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, এ রকম ক্ষেত্রে এক সংস্থা থেকে আরেক সংস্থায় জিনিসপত্র আদানপ্রদানে কোনও বাধা নেই৷ নেতাজির সামগ্রী ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেওয়ার আগে প্রক্রিয়া মেনে তাদের সঙ্গে মউ স্বাক্ষর করা হয়৷ তখনই ঠিক হয়েছিল ৬ মাসের জন্য সেগুলি ভিক্টোরিয়া মেমোরিয়ালেই রাখা হবে৷ ১৮ জুলাই ওই চুক্তির মেয়াদ শেষ হবে৷ সরকার চাইলে আরও এক বছর মেয়াদ বাড়াতেও পারে৷ আবার প্রয়োজন মনে করলে লালকেল্লায় ফিরিয়ে আনতে পারে নেতাজির টুপি৷ যাঁর লেখাতে তোলপাড় সেই চন্দ্র বোসের বক্তব্য, নেতাজির টুপি যে লালকেল্লা থেকে সরিয়ে ভিক্টোরিয়ায় পাঠানো হচ্ছে, এ তথ্য কেন্দ্রের জানানো উচিৎ ছিল। নেতাজির ব্যক্তিগত টুপি এ ভাবে যখন তখন সরানো যায় না।