নীরজের ইচ্ছাপূরণ| ছোট থেকেই স্বপ্নটা দেখতেন, কিন্তু সামর্থ ছিল না| অবশেষে পেরেছেন| প্রথমবার বাবা-মাকে বিমান যাত্রা করালেন নীরজ চোপড়া| দীর্ঘদিনের স্বপ্নপূরণে আপ্লুত ভারতের সোনার ছেলে|
টোকিও অলিম্পিকের মঞ্চে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া| যা কেউ করতে পারেননি, সেটাই করে দেখিয়েছিলেন তিনি| প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে অলিম্পিকের মঞ্চে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া|
সৌ: ট্যুইটার
জ্যাভলিন থ্রোয়িংয়ে সকলকে পিছনে ফেলে সোনার ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া| ট্র্যাক অ্যান্ড ফিল্ডের স্বপ্ন পূরণ হয়েছে| এরপর বাকি ছিল জীবনের অন্যান্য স্বপ্নগুলো পূরণ করার অপেক্ষা|
যার প্রথমেই ছিল বাবা-মাকে বিমান যাত্রা করানো| তারা না থাকলে এজকের নীরজ চোপড়া যে এই জায়গায় পৌঁছতে পারত না তা বারবার তাঁর মুখে শোনা গিয়েছে| বাবা-মায়ের অনুপ্রেরণায় এগিয়ে গিয়েছেন তিনি| সোনার স্বপ্ন পূরণ করেছেন|
নিজে বিমান যাত্রা করলেও, তাঁর বাবা-মা কখনও বিমানে চড়েননি| সেই ইচ্ছাই পূরণ করলেন নীরজ চোপড়া|