Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
Exclusive: মস্তিষ্কে জল, সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য নষ্ট, বেফাঁস মন্তব্য মুকুলের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: পল্লবী দত্ত
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১, ০৭:০৮:৩২ পিএম
  • / ১১১৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: পল্লবী দত্ত

কলকাতা: একি বলছেন মুকুল রায়? কী হয়েছে তাঁর? তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির মন্তব্যে তোলপাড় নেট পাড়া থেকে রাজনৈতিক মহল৷ তার পরই উঠছে প্রশ্ন৷ হল টা কী কৃষ্ণনগর উত্তরের বিধায়কের?

সকালই থেকে ভাইরাল মুকুলের মন্তব্যের একটি ভিডিও ক্লিপ৷ কলকাতা টিভি ডিজিটাল টিমের কাছে যে ভিডিও ক্লিপ এসে পৌঁছেছে তা ২ মিনিট ১৭ সেকেন্ডের৷ খোঁজ নিয়ে জানা গেল, ওই ভিডিও ক্লিপটি বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছে৷ এবং তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল৷ ক্লিপে দেখা যাচ্ছে, সাংবাদিকদের মুখোমুখি মুকুল রায়৷ তাঁদের প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি৷ এখন প্রশ্ন হচ্ছে, কী এমন বলেছেন তৃণমূল নেতা যা তাঁর নিজের দলের অন্দরেই তুমুল চর্চা?

আরও পড়ুন: দলিতদের নেওয়াতেই মহিলাদের হকিতে হার অলিম্পিক্সে, বন্দনা কাটারিয়ার পরিবারকে কুৎসা

কয়েক দিন ধরে কৃষ্ণনগরে রয়েছেন মুকুল৷ খাতায়-কলমে তিনি এখনও বিজেপির বিধায়ক৷ কিন্তু গত জুন মাসে ছেলে শুভ্রাংশুকে নিয়ে ফিরে আসেন পুরনো দল তৃণমূলে৷ সেই মুকুল রায় কৃষ্ণনগরে দাঁড়িয়ে নিজেকে ‘ভারতী জনতা পার্টির’ প্রতিনিধি বলে বসেন৷ জানান, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে৷ মুকুলের এই মন্তব্য ভাইরাল হয়ে যায়৷ প্রশ্ন ওঠে, তাহলে কি দেহ তৃণমূলে আর মন বিজেপিতে?

ঠিক কী ঘটেছে একটু বিস্তারিত বলা যাক৷ সময়মতো উপনির্বাচনের দাবিতে আজ নির্বাচন কমিশনের কাছে গিয়েছে তৃণমূলের এক প্রতিনিধিদল৷ এ নিয়ে মুকুলকে প্রশ্ন করা হয়৷ এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘তৃণমূল কংগ্রসের পক্ষ থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে দ্বারস্থ হচ্ছে৷ কী বলবেন?’ মুকুল তখন সাংবাদিকের কাছে জানতে চান, ‘কারণ কী?’ সাংবাদিক বলেন, ‘উপনির্বাচনের কারণ হিসাবে৷’ জবাবে মুকুল বলেন, ‘দেখা যাক৷ উপনির্বাচন হোক৷ উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে৷’ তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে কথাটি দু’বার বলেন তিনি৷

মুকুলের মন্তব্য তখনও শেষ হয়নি৷ তার আগেই বিতর্কের আঁচ পেয়ে যান তৃণমূল নেতারা৷ মুকুলকে শুধরানোর চেষ্টা করেন তাঁরা৷ ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, পিছন থেকে সাদা গেঞ্জি পরা একজন ঝুঁকে মুকুলের কানে কানে কিছু একটা বলেন৷ সম্ভবত তিনি মুকুল রায়ের ভুল শুধরে দিতে চেয়েছিলেন৷ মুকুলের বলা উচিত ছিল, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি বলতে পারি যে বিজেপি পর্যুদস্ত হবে৷ কিন্তু মুকুল তৃণমূল-বিজেপি গুলিয়ে ফেলেন৷

তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি কৃষ্ণনগরে গিয়ে সম্ভবত আরও একটা বেফাঁস মন্তব্য করেন৷ সম্ভবত, কারণ ২ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওর শুরুতে করা একটি প্রশ্ন ঠিক মত শোনা যায়নি৷ আর সেই প্রশ্নের উত্তরে মুকুল বলেছেন, ‘এটা কিছু লোকের অপব্যাখ্যা৷ কোনও জায়গায় অভিষেককে বন্দ্যোপাধ্যায়কে অসম্মানিত করা হয়নি৷’ মনে করা হচ্ছে, ত্রিপুরায় অভিষেকের উপর হামলার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন৷ তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে উপনির্বাচনে বিজেপির কাছে তৃণমূলের হার মন্তব্য৷

সেই থেকে একটাই চর্চা৷ এটা কী বললেন মুকুল? কেন বললেন? ‘স্লিপ অফ টাং’ না কি অন্য কোনও কারণ? তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ মুকুল রায়৷ তাঁর রক্তে যে পরিমাণ সোডিয়াম-পটাশিয়াম থাকা দরকার তা মাঝে মধ্যেই ওঠা-নামা করছে৷ চিকিৎসকরা জানাচ্ছেন, সোডিয়াম-পটাশিয়ামের ওঠা-নামার কারণে বিভিন্ন শারীরিক অসুবিধা বা উপসর্গ দেখা দেয় যে কোনও মানুষের৷ যাকে চিকিৎসার ভাষায় বলা হয়, ‘সোডিয়াম-পটাশিয়াম ইমব্যালেন্স’৷ শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে মাথা যন্ত্রণা, শারীরিক দুর্বলতা, আচ্ছন্ন ভাব দেখা দিতে পারে৷ দেখা দিতে পারে সাময়িক স্মৃতিভ্রংশ, খিচুনি ইত্যাদি উপসর্গ৷ এমনকী কোনও কোনও ক্ষেত্রে কোমাতেও চলে যান এই ধরনের রোগী৷ মুকুল রায়ের ক্ষেত্রেও সম্ভবত এই জিনিসটি ঘটেছে৷

আরও পড়ুন: বকেয়া বেতন না দিলে নাম কাটা যেতে পারে পড়ুয়াদের, আদালতের নির্দেশে চাপে অভিভাবকরা

কবে থেকে অসুস্থ মুকুল রায় তা খোঁজ নিয়েছিল কলকাতা টিভি ডিজিটাল ডেস্ক৷ জানা যাচ্ছে, গত দুই-আড়াই বছর ধরেই ডিপ্রেশন বা অবসাদে ভুগছেন মুকুল রায়৷ এ নিয়ে তাঁর চিকিৎসা চলছে৷ গত জুলাইয়ের শেষে দিল্লিতে গিয়ে এইমসে গিয়েও চিকিৎসকদের পরামর্শ নিয়েছিলেন৷ চিকিৎসকরা মুকুলকে পরীক্ষা করে দেখেন৷ সূত্র মারফত জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অবসাদে থাকার কারণে মুকুল রায়ের মস্তিষ্কের পিছনে জল জমেছে৷ যেখান থেকে সম্ভবত তাঁর শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ঘটছে৷ এবং হঠাৎ হঠাৎ কাজে ভুলভ্রান্তি ঘটছে মুকুল রায়ের৷ অস্বাভাবিক আচরণ করছেন তিনি৷ আগামী সপ্তাহে আবার দিল্লি যাবেন মুকুল রায়৷ চিকিৎসকরা এবং মুকুলের ঘনিষ্ঠরা জানাচ্ছেন আপাতত তিনি কিছুদিন বিশ্রামেই থাকবেন৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত, ২০২২ থেকে নোংরা খেলা শুরু হয়েছে, ম্যারাথন আক্রমণ মমতার
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
রণবীরের ‘রামায়ণ’ এর পোস্টার প্রকাশ্যে!
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
যোগ্য প্রার্থীদের কারুর চাকরি যেতে দেব না, নেতাজি ইন্ডোর থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ব্যাঙ্ক জালিয়াতি, ১১ জায়গায় ইডির হানা, সমাজবাদী নেতার যোগ
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
জিততেই হবে! যুবভারতীতে মোহনবাগানের অগ্নিপরীক্ষা
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
অ্যাসিড হামলা, আক্রান্ত বিজেপি নেতার মেয়ে
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ম্যাঞ্চেস্টার ডার্বি ড্র, অঘটনের হার লিভারপুলের
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
‘পাস’ এল কোথা থেকে? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই চাকরিহারাদের বিক্ষোভে রণক্ষেত্র নেতাজি ইন্ডোর
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
চন্দ্রদেবের আশীর্বাদে সুখের সময় এই তিন রাশির জীবনে
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর শোভাযাত্রা
রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
ক্ষমতায় আসার আড়াই মাসেই মধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় জনতা
রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
রামনবমীর দিন অশান্ত দিনহাটা! ফের তৃণমূল-বিজেপি তরজা
রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
রামনবমী উপলক্ষে শুভেচ্ছাবার্তা মমতার
রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
রামনবমীতে পাম্বান সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team