মেদিনীপুর: মেদিনীপুর পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ হেলিকপ্টারে করে মেদিনীপুর কলেজ মাঠে নামেন মুখ্যমন্ত্রী। তারপরই প্রশাসনিক বৈঠক শুরু হয় মেদিনীপুরে। মুখ্যমন্ত্রী সফর ঘিরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সভাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরাও। সূত্রের খবর, এই বৈঠক থেকেই ১০০ জনের হাতে স্পেশাল হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেবেন তিনি।
প্রায় দেড় বছর আগে শেষবার মেদিনীপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ১৭ ও ১৮ মে দুদিন ধরে মেদিনীপুর সফর করবেন তিনি। প্রথম দিনে রয়েছে প্রশাসনিক বৈঠক। পরের দিন মেদিনীপুর কলেজ মাঠে রয়েছে প্রকাশ্য কর্মিসভা। তারপর ১৯ মে ঝাড়গ্রাম স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমোর দলীয় কর্মসূচি রয়েছে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বুথ স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত কর্মীদের সঙ্গে বৈঠক করবেন দলনেত্রী। রাজ্যে আগামী বছর পঞ্চায়েত ভোটের আগে এটাই প্রথম প্রকাশ্য কর্মী সম্মেলন বলে দাবি তৃণমূল কর্মীদের৷ এই সফরে ১৩০টি নতুন প্রকল্পের উদ্বোধন ও ৮৬টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।