কলকাতা: পায়ে চোট তাই পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) ভার্চুয়াল (Virtual) প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘরে বসেই তিনি প্রচার (Campaign) সারবেন। বীরভূম (Birbhum) জেলার দুবরাজপুরে সোমবার সভা রয়েছে তৃণমূলের (TMC)। সেখানে হাজির থাকবেন তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও জেলাস্তরের শীর্ষ নেতারা। তৃণমূল সূত্রের খবর, সেখানে ভার্চুয়ালি বক্তব্য পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ব্যথা আগের থেকে কম। তবু এখনও চোট পুরোপুরি সারেনি তৃণমূল নেত্রীর। চিকিৎসকরা তাঁকে বাইরে বেরোতে নিষেধ করেছেন। তাই এবার ভার্চুয়ালি নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল সূত্রে খবর, এরপর অন্যান্য জায়গাতেও ভার্চুয়াল প্রচার করতে পারেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Kajal Sheikh | অনুব্রতহীন বীরভূমে কাজল শেখের গলায় ‘খেলা হবে’ স্লোগান
তিনি পঞ্চায়েত ভোটের প্রচারে ইতিমধ্যে কোচবিহার, জলপাইগুড়িতে প্রচার শুরু করেছিলেন। কিন্তু সেখান থেকে ফেরার সময়ই চোট পান। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই দিন বিকেলে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টারের দুর্বিপাকে পড়েন তিনি। পাইলটের দক্ষতায় কপ্টার জরুরি অবতরণ করে শিলিগুড়ির সেবক এয়ারবেসে। কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান তিনি। মঙ্গলবার কলকাতায় ফেরার পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। পরে বুধবার সন্ধ্যায় নবান্নের তরফে মমতার স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করা হয়েছিল। সেই বুলেটিন অনুযায়ী, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও ব্যথা রয়েছে তাঁর। সামান্য নড়াচড়া করলেও সেই ব্যথা বাড়ছে।
মঙ্গলবার উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটের সময় পা এবং কোমরে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছেল, তিন সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয় মখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য। পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী বাঁ হাটুর লিগামেন্টে ও হিপ জয়েন্টের লিগামেন্টে চোট পান। হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হলেও মুখ্যমন্ত্রী বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান বলে জানিয়েছিলেন এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়।