কলকাতা টিভি ওয়েব ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে তিনদিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। পুরুলিয়া শহরে আজ বেলা ১১টায় কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের বার্তা দেবেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই পুরুলিয়া শহরে ব্যাটারি গ্রাউন্ড ময়দানে সভাস্থলে মানুষের ভিড় জমতে শুরু করেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা পৌঁছেছেন সভাস্থলে। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিস বাহিনী। পুরুলিয়ায় কর্মিসভা শেষে আজই বাঁকুড়া রওনা হবেন মুখ্যমন্ত্রী। যোগ দেবেন প্রশাসনিক বৈঠকে।
গতকাল পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন সেখানে। বৈঠক শেষে রাত্রিযাপন করেছেন পুরুলিয়া শহরের সার্কিট হাউসে। আর কিছুক্ষণের মধ্যেই পুরুলিয়ায় সভাস্থলে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সেখানে কর্মিসভা শেষে আজই বাঁকুড়া রওনা হবেন মুখ্যমন্ত্রী। সেখানে রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করবেন। আগামীকাল বাঁকুড়ায় কর্মিসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ দুপুর ৩টে নাগাদ বাঁকুড়া পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রশাসনিক বৈঠক সেরে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী। তাঁর সফর ঘিরে বাঁকুড়ায় জেলা প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে। নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্র ভবন চত্বর।
আরও পড়ুন: Delhi Storm: প্রবল ঝড়ে তছনছ দিল্লি, প্রায় ৩০০ গাছ উপড়ে রাস্তায়, মৃত ২
২০২৩ পঞ্চায়েত নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে জঙ্গলমহল নিয়ে। আগামী ১ জুন বাঁকুড়া সতীঘাটে দলীয় কর্মীসভা করবেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সফর ঘিরে চলছে জোরদার প্রস্তুতি।