কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কোনও মুখ নয়। তৈরি করা হোক কোর কমিটি। সেই কমিটিকে সামনে রেখেই লড়াই হোক ২০২৪-এ। সোনিয়া গান্ধীর ডাকা ভার্চুয়াল বৈঠকে এমনই পরামর্শ তৃণমূল সুপ্রিমোর।
শুক্রবার সনিয়া গান্ধীর ডাকা ১৯ বিরোধী রাজনৈতিক দলের ভার্চুয়াল বৈঠকে কংগ্রেসকেই রাহুল-প্রীতি থেকে বেরিয়ে আসার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন: সোনিয়ার ডাকা মোদি বিরোধী জোটের বৈঠকে নজরে মমতা
এদিন বিরোধী জোটের বৈঠকে প্রথম থেকেই বিজেপিকে আগামী লোকসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত করার আলোচনা চালাতে থাকেন মমতা ও অন্যান্যরা। যে কোনও রকম বিরোধিতা ভুলে শুধুমাত্র মোদি-বিজেপি বিরোধিতাই যে একমাত্র লক্ষ্য হওয়া উচিত সেই বিষয়টি নিয়েও বারবার আলোচনা করেন তাঁরা । মমতা স্পষ্ট করেন যাতে রাহুলকে সামনে রেখে তাঁকে প্রধানমন্ত্রীর মুখ করার দৃঢ় প্রতিঞ্গ মুখ না করে কংগ্রেস, সেই কথাই বারবার তুলে ধরেন তৃণমূল নেত্রী ।
আরও পড়ুন: বিজেপি দ্বন্দ্ব প্রকাশ্যে, ভোটে ভরাডুবির জন্য মেননকে দায়ী রাজ্য বিজেপি নেতার
বৈঠকে মমতা বারবার বলেন. ‘’ ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে মানুষের স্বার্থে জোট করা উচিত। এখানে কোনওভাবেই ব্যক্তিগত ইগো থাকা উচিত নয়।‘’