লম্বা নখে গ্লিটার নেলপলিশ (Nail Polish) কিংবা উজ্জল (Bright) রঙের নেল আর্ট (Nail Art), যেকোনো পোশাকের সঙ্গেই বাজিমাত আপনার নখের সাজ। বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা পরিবারের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা। সাজসজ্জায় নেল এক্সটেনশনের চিন্তা বাদ দেওয়ার কথা ভাবাই যায় না বর্তমান যুগে। ধীরে ধীরে নখ (Nail) সজ্জার অঙ্গ হয়ে উঠছে এগুলি। বিয়ে কিংবা বিশেষ উৎসব, অনুষ্ঠানে তো বটেই, এমনকি ১২ মাসই নখ সাজিয়ে রাখেন অনেকেই। দেখতে লাগেও কিন্তু বেশ ভাল।
তবে নখের উপর ফুটিয়ে তোলা আধুনিক নকশাগুলির মধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় হয়েছে। কয়েকটি নকশা অনেক দিন ধরেই ‘ট্রেন্ডে’ রয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই নকশাগুলো।
আরও পড়ুন: Water and Food | খাবার খেতে খেতে জল খান? সাবধান, এই সব জটিল রোগের কবলে পড়তে চলেছেন আপনি
ফ্লোরাল
বর্তমানে পোশাকের পাশাপাশি নখ সজ্জায়ও খুব চলছে এই ফ্লোরাল প্রিন্টের ডিজাইন। বিভিন্ন ধরনের রং দিয়ে বেশ লাগে কিন্তু এই ডিজাইনগুলো। যে কোনও ধরণের পোশাকের সঙ্গে অনায়াসে চলে যায় এই ফ্লোরাল প্রিন্ট।
প্যাস্টেল
নখ জুড়ে ধূসরতা ভাল লাগে অনেকেরই। নখের এই ধরনের নকশার সবচেয়ে বড় সুবিধা হল, যে কোনও পোশাকের সঙ্গে মানিয়ে যায় অনায়াশেই। পোশাকের রং যাই হোক না কেন, নখে এমন নকশা কখনওই বেমানান লাগে না। তাই সব সময় থাকে ট্রেন্ডিংয়ে।
গ্লিটার
বিয়ে বাড়ি হোক কিংবা ডিনার ডেট। অফিস থেকে শুরু করে বার্থডে পার্টি, সবেই নজরকাড়ে এই গ্লিটার ডিজাইন। এটি সব সময় ট্রেন্ডিংয়ে থাকে। সব ধরণের পোশাকের সঙ্গে যায় এই গ্লিটার।
মার্বেল
নখের উপর সাদা আর কালো দিয়ে দাবার ছকের মতো নকশা। এই ধরনের কারুকাজ অনেকেই পছন্দ করেন। কালো এবং সাদা রঙের এই নকশায় বেশ একটা সপ্রতিভ ব্যাপার আছে। জিন্স কিংবা অন্য কোনও আধুনিক পোশাকের সঙ্গে বেশ ভাল যায় এমন সাজ।
অ্যানিমাল
রাস্তাঘাটে অনেকের নখের দিকে তাকালেই নজরে আসবে ডোরাকাটা নকশা। আধুনিক কোনও পোশাক হোক কিংবা সাবেকি, যে কোনও পোশাকের সঙ্গে মানানসই হয়।