কলকাতা: নবমী ও দশমীর রাতে শিয়ালদহ শাখায় সাত জোড়া ট্রেন বাতিল করা হয়েছে৷ একই সঙ্গে আগামী ১২ ঘণ্টা শিয়ালদহগামী কোনও ট্রেন বিধাননগর স্টেশনে দাঁড়াবে না৷ বৃহস্পতিবার জানিয়ে দিল পূর্ব রেল কর্তৃপক্ষ৷ ঘোষণা অনুযায়ী, মহা নবমীর দিন বিকেল ৪টের পর শিয়ালদহগামী কোনও লোকাল ট্রেন বিধাননগর স্টেশনে থামবে না৷ দমদমের পর ট্রেন সোজা দাঁড়াবে শিয়ালদহে৷ রেলের তরফে বলা হয়েছে, পুজোয় ক’দিন অস্বাভাবিক ভিড় হচ্ছে বিধাননগরে৷ সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
আরও পড়ুন: পুজোর থিমে সবুজ বাঁচানোর বার্তা
কিন্তু দর্শনার্থীদের একাংশ মনে করছেন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর জন্যই ডাউন লাইনে ট্রেন দাঁড়ানো বন্ধ করে দিয়েছে পূর্ব রেল৷ শ্রীভূমি যাওয়ার সবচেয়ে কাছের স্টেশন হল বিধাননগর৷ এই স্টেশনে নেমে উত্তর কলকাতার অনেক ঠাকুর দেখা যায়৷ কিন্তু এবার মূলত ভিড়টা হচ্ছে শ্রীভূমির ঠাকুর দেখার জন্য৷
রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো বলে পরিচিত শ্রীভূমিতে এবছর বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে৷ বিশ্বের সবচেয়ে উঁচু বাড়ি দেখতে শহরাঞ্চল এবং মফস্বল এলাকা থেকে বহু মানুষ বিধাননগর স্টেশনে নেমে শ্রীভূমি ছুটছিলেন৷ এমন জনজোয়ার দেখে বুধবার রাতেই শ্রীভূমিতে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়৷ তার পর সামনে এল রেলের এই ঘোষণা৷ যদিও ঘোষণায় কোথাও বলা নেই, মন্ত্রীর পুজোর কারণেই এই সিদ্ধান্ত৷
আরও পড়ুন: ‘দুগ্গা দুগ্গা’ কথাটা সাহস যোগায়
পূর্ব রেল জানিয়েছে, আজ বিকেল ৪টে থেকে বিধাননগর ডাউন লাইনে কোনও লোকাল ট্রেন দাঁড়াবে না৷ তবে আপ লাইনে আগের মতই ট্রেন চলবে৷ নবমীর বিকেল ৪টে থেকে শুক্রবার দশমীর দিন ভোর ৪টে পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে৷