Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩১)
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  ওয়েব ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ০১:৪১:২৫ পিএম
  • / ১৬ বার খবরটি পড়া হয়েছে
  • ওয়েব ডেস্ক

২৮ জুন ২০২৩ ভোপালে দলীয় কর্মীদের এক বিরাট সভাতে নরেন্দ্র মোদি বলেছিলেন, দুর্নীতিবাজ বিরোধীরা এক হওয়ার চেষ্টা করছে, উনি পাটনাতে বিরোধী দলগুলোর সম্মেলনের কথা বলছিলেন। ওই বক্তৃতাতেই উনি বললেন এনসিপি হল ন্যাচারালি করাপ্ট পার্টি, ওদের বিরুদ্ধে ৭০ হাজার কোটি টাকার ঘোটালা মামলা চলছে। হ্যাঁ, ঠিকই বলেছিলেন, ইডির নজরে তখন এনসিপি-র পাঁচজন নেতা— অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, ছগন ভুজবল, হাসান মুসরিফ, ধনঞ্জয় মুন্ডের ওপর যে দুর্নীতির মামলা চলছিল তার পরিমাণ ৭০ হাজার কোটির চেয়ে কিছু বেশিই হবে। চারদিন পরে মহারাষ্ট্রে অজিত পাওয়ার আর তার অনুগামীরা এনসিপি ছেড়ে বেরিয়ে এসে বিজেপি শিবসেনা জোটে যোগ দিলেন। চারদিন আগে প্রধানমন্ত্রী আসলে ধমকি দিচ্ছিলেন, প্রকাশ্য ধমকি, আরে ও গাঁওবালো, গব্বর সে তুঝে এক হি আদমি বঁচা সকতা হ্যায়, আউর ও হ্যায় খুদ গব্বর। উনি আসলে গ্যারান্টি দিচ্ছিলেন, আমাদের দিকে এসো, তারপর যত পারো টাকা কামাও, ইডি, সিবিআই তো বিরোধীদের জন্য, আমাদের দিকে চলে এলে ওদের সাহস কি তোমার দিকে চোখ তুলেও তাকাবে।

কী কী মামলা চলছিল অজিত পাওয়ারের বিরুদ্ধে? মানি লন্ডারিং, ব্যাঙ্ক ফ্রড, বেআইনি জমির হস্তান্তর এবং এমনকী ড্রাগ স্মাগলার ইকবাল মির্চির সঙ্গে ওনার লেনদেনের কথাও ওই অভিযোগের মধ্যেই আছে। একই অভিযোগ আছে প্রফুল্ল প্যাটেলের ওপরে, উনি নাকি দাউদের কিছু গ্যাংস্টারের সঙ্গে যোগাযোগ রেখেছেন। হাসান মুসরিফ, অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল যে কোনওদিন গ্রেফতার হতে পারতেন, কিন্তু ওঁরা সোজা ঢুকে গেলেন বিজেপির ওয়াশিং মেশিনে। যাঁদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী দুর্নীতির অভিযোগ আনলেন, তাঁরা এখন মহারাষ্ট্র সরকারের ক্যাবিনেট মিনিস্টার। অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী, হাসান মুসরিফ শিক্ষামন্ত্রী, ধনঞ্জয় মুন্ডে কৃষিমন্ত্রী, ছগন ভুজবল ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই আর কনজিউমার অ্যাফেয়ার্স-এর মন্ত্রী, প্রফুল্ল প্যাটেল রাজ্যসভার সাংসদ। কতটা নির্লজ্জ হলে চারদিনের মধ্যে নিজের থুতু নিজে চেটে নেওয়া যায়? কোন আদর্শ আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের মানুষের সামনে রাখছেন?

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩০)

দুর্নীতি করো, খুলে আম করো, যত ইচ্ছে তত করো কেবল বিরোধিতা ছেড়ে আমাদের দলে এসে যা করার করো, এই তো? সেই একই ফর্মুলাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা থেকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, যাঁদের পিছনে ইডি-সিবিআই ঘুরছিল তারা আজ ওয়াশিং মেশিনে ঢুকে এবং বের হয়ে মিঃ ক্লিন। হ্যাঁ, একই অফার কলকাতা টিভির কাছেও আছে, একই অফার আছে আমাদের সম্পাদক কৌস্তুভ রায়ের কাছে, যিনি আজ ২৫৬ দিন হয়ে গেল জেলেই আছেন। অফারটা হল, মিঃ ক্লিন হয়ে রমরম করে ব্যবসা করতে চাইলে মাথাটা ঝোঁকাও, বিরোধিতা ছাড়ো, একটা মামলাও থাকবে না। না হলে জীবন অতিষ্ঠ করে দেব, এই মামলায় যদি বা বেল পেয়েও যাও, ক’দিন পরেই আবার নতুন মামলাতে জড়িয়ে দেওয়া হবে। কিন্তু সবাই তো কাঁথির খোকাবাবু নয়, সবাই অজিত পাওয়ারও নয়, আমরা তো সাফ জানিয়ে দিয়েছি, আমাদের শিরদাঁড়া টিকাউ, কিন্তু বিকাউ নয়। কাজেই আমরা যা করতে পারি তাই করছি। আমরা বিচার চাইছি, জাস্টিস ফর কলকাতা টিভি, জাস্টিস ফর কৌস্তুভ রায়।

দেখুন ভিডিও:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

মুর্শিদাবাদে আক্রান্ত ছয় তৃণমূল কর্মী
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে তৃণমূলকে হুঁশিয়ারি প্রাক্তন বিচারপতির
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সন্দেশখালিতে সিবিআই তল্লাশি, কমিশনে নালিশ তৃণমূলের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
খেলা হবে গানে নাচ, কটাক্ষ বিজেপির
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
নাম না করে বিজেপির দেবাশিসকে খোঁচা তৃণমূলের শতাব্দীর
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
আজ থেকে আরও বাড়বে শহরের তাপমাত্রা, দক্ষিণবঙ্গে লাল সতর্কতা জারি
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শনিবার ভাগ্য খুলবে ৫ রাশির জাতকের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
পশ্চিমবঙ্গে এনএসজি কমান্ডো ও রোবট দিয়ে সার্চ করা উচিৎ’ সন্দেশখালি নিয়ে সরব মিঠুন থেকে সুকান্ত
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সন্দেশখালিতে দিনভর তল্লাশি, গুলি-বন্দুক, উদ্ধার শাহজাহানের নথিপত্র
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
দ্বিতীয় দফায় কোন কোন হেভিওয়েটদের ‘ভাগ্য পরীক্ষা’ ?
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
২৬১ রান করেও লজ্জার হার কলকাতার
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
পাপারাজ্জিদের উপর রেগে লাল জুনিয়ার এনটিআর, কিন্তু কেন?
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
বাংলার তিন কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৭০ শতাংশ
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team