কলকাতা: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রুজু করল কালীঘাট থানার পুলিশ। দলীয় বিজেপি কর্মীর দেহ নিয়ে রাস্তায় বসে পড়ার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। সুকান্ত ছাড়াও ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে রাস্তায় বসে পড়া, যান চলাচলে বাধা, ট্রাফিক আইন লঙ্ঘন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আমাকেও ধাক্কা মারা হয়েছে। ডিসি সাউথ ধাক্কা মেরেছেন। মামলা দিয়ে আমাদের আটকানো যাবে না।’
আরও পড়ুন: ফিল্মি কায়দায় দৌড় বিজেপি সভাপতির! দলীয় কর্মীর দেহ নিয়ে বিক্ষোভ, কালীঘাটে ধুন্ধুমার
শববাহী গাড়ির সামনে শুয়ে পড়লেন সুকান্ত
বৃহস্পতিবার কালীঘাট ব্রিজে দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই দেখা যায় বিজেপি সভাপতির গাড়ি ঘুরছে। ওই কনভয়ের সঙ্গেই ছিল পশ্চিম-মগরাহাটের বিজেপি প্রার্থী মৃত মানস সাহার শববাহী গাড়ি। আচমকাই মৃতদেহ রাস্তার উপর রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশ গিয়ে তাঁদের বাধা দেয়।
Pollice file suo moto case against BJP's West Bengal president Sukanta Majumder & party leaders Arjun Singh, Jyotirmoy Singh Mahato & Priyanka Tibrewal, at Kalighat police station over the party's protest with the body of a party leader near the CM residence: Office of Majumder
— ANI (@ANI) September 24, 2021
বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এ সময় কালীঘাট ব্রিজের উপর দিয়ে দৌড়তে শুরু করেন। এক সময় তিনি গাড়ির সামনে রাস্তাতেও বসে পড়েন। তাঁকে ঘিরে ধরে পুলিশ কর্মী এবং সংবাদ মাধ্যমের কর্মীরা। পুলিশ সুকান্ত মজুমদারকে তুলে নিয়ে চলে যায়। বিজেপি সভাপতিকে তাঁর গাড়িতে তুলে দেওয়া হয়। এ সময় পুলিশ ও বিজেপি দু-পক্ষ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন: অসমে ‘অনুপ্রবেশকারী’দের হঠাতে অভিযান, নির্বিচারে গুলি পুলিশের, মৃত ২