মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ নাকি কারও বন্ধু হয় না৷ কিন্তু এই ধারনা যে একেবারে ভুল তা প্রমাণ করে দিলেন জুহি চাওলা৷ ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খানের খারাপ সময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বলি অভিনেত্রী৷ শাহরুখের ছেলে আরিয়ান খানের জামিনদার হয়েছেন তিনি৷ বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং বেশ কিছু শর্তে জামিন দেয় আরিয়ান খানকে৷ নিয়ম অনুযায়ী, জামিন পাওয়া ব্যক্তির একজন গ্যারান্টারের প্রয়োজন হয়, যিনি তাঁর হয়ে নানা ডকুমেন্টে সই-সাবুদ করেন৷ সেই গ্যারান্টার হয়েছেন জুহি৷
আরও পড়ুন: প্রয়াত কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার
সেই সংক্রান্ত কাজে শুক্রবার বম্বে হাইকোর্টে যান জুহি চাওলা৷ গাড়ি থেকে নেমে সোজা চলে যান আদালতের তিন তলার রেজিস্টারের ঘরে৷ অভিনেত্রীকে দেখে আদালতের কর্মীরা তাঁর দিকে চেয়ার এগিয়ে দেন৷ সেখানে বসে অপেক্ষা করতে থাকেন জুহি৷ এদিকে অভিনেত্রীর আসার খবর ছড়়িয়ে পড়তেই আদালত চত্বরে উৎসাহী মানুষের ভিড় জমে যায়৷ সকলেই ভিড় করেন রেজিস্টারের ঘরের বাইরে৷ শুধু তাই নয়, আদালতের কর্মীদের একাংশ জুহির ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন৷ এতে রেজিস্টারের ঘরের বাইরে বিশৃঙ্খল পরিবেশের তৈরি হয়৷ পরে আদালতের নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন৷ অন্যদিকে আদালতের কাজকর্ম মিটিয়ে ফিরে যান জুহি৷
আরও পড়ুন: গোয়ায় ঘাসফুলের কোর্টে লিয়েন্ডারের নতুন ম্যাচ, তৃণমূল বলছে ‘খেলা হবে’
গোয়াগামী প্রমোদতরী থেকে মাদক উদ্ধারের ঘটনায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হন আরিয়ান৷ প্রথমে কয়েকদিন এনসিবি হেফাজতে এবং পরে আর্থার রোড জেলে কাটানোর পর বৃহস্পতিবার জামিন পান তিনি৷ কিন্তু জামিন পাওয়া সত্ত্বেও মন্নতে ফিরতে পারেননি আরিয়ান৷ কেননা বম্বে হাইকোর্ট তাঁর জামিনের নির্দেশ দিলেও রিলিজ মেমো আর্থার রোড জেলে সময়মত পৌঁছয়নি৷ আজ বিকেলে জামিন সংক্রান্ত সব কাগজ জেল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন আরিয়ানের আইনজীবীরা৷ সূত্রের খবর, শনিবার সকালেই জেল থেকে ছাড়া পাবেন শাহরুখ-গৌরীর ছেলে৷ প্রায় এক মাস পর মন্নতে ফিরবেন আরিয়ান৷