ভারতীয় দলের ওপেনার শুভমন গিল চোট পেয়েছেন সিনবোনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোটেই ভালো ফর্মে ছিলেন না গিল। টিম ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা শুরু করেছিল। তার আর কোনও দরকার হলনা। আপাতত দু-মাস মাঠের বাইরে থাকতে হবে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ৩ টি টেস্টে খেলা সম্ভব নয়। আর তাই বাংলার রঞ্জি দলের অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণকে নেওয়া হতে চলেছে মূল স্কোয়াডে।
এমন খবর ইংল্যান্ড থেকে বিসিসিআইয়ের কাছে পৌঁছলেও, গিলের চোট সম্পর্কে সবিস্তারে এখনও কিছুই জানা যায়নি। গিলের চোট চিন্তা্য় ফেলে দিল কেকেআরকেও।
শেষ অস্ট্রেলিয়া সফরে জয়ের অন্যতম নায়ক শেষ চারটি টেস্ট সুনামের প্রতি সুবিচার করতে পারেননি। একটিও ৫০ রানের স্কোর নেই পরের পর টেস্টে।
ভারতীয় শিবির সূত্রে জানা গেছে, গিলকে হয়তো গোটা সিরিজের জন্য পাওয়া নাও যেতে পারে। স্ট্যান্ড বাই তালিকা থেকে কপাল খুলতে চলেছে বাংলার ওপেনিং ব্যাটসম্যান ঈশ্বরণের।
আরও পড়ুন – আইসিসিরও ভরসা বিসিসিআই !
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, চোটের স্থানে প্রয়োজনে অস্ত্রোপচার করতে হতে পারে। চোট নাকি বেশ গুরুতর। গিলের এর আগেও কাফ মাসেলে লেগেছিল। চোট পেয়েছিলেন হ্যামস্ট্রিংয়েও। ভারতীয় শিবির থেকে এটাও জানানো হয়নি,ঠিক কিভাবে-কবে এই চোটটা গিল পেলেন । এবারের চোটে পঞ্জাবের এই ওপেনার কতো দিন মাঠের বাইরে থাকবেন-তাও নিশ্চিত নয়।
ভারতীয় দলের ফিজিও নীতিন প্যাটেল আর স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচরা নিশ্চিতভাবে এখন গিলের প্রতি কড়া নজর রাখবেন।
শোনা যাচ্ছে,পাঁচ টেস্টের সিরিজ বলে হয়তো শেষ টেস্টের আগে ফিট হয়ে যেতে পারেন গিল।
বাংলার অভিমুণ্য ঈশ্বরণকে স্কোয়াডে নিয়ে নেওয়া হলেও, আরও দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল আর কে এল রাহুল দলে আছেন।
ছবি:সৌ-বিসিসিআই, সিএবি