বারাসত: পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সকাল থেকে একের পর এক খুন। শনিবার নির্দল প্রার্থী সমর্থককে ধারালো অস্ত্রের কোপ। ঘটনাটি ঘটেছে বারাসত ১ নম্বর ব্লকের কদম্বগাছির পীরগাছা এলাকায়। আহতের নাম আব্দুল্লাহ (৪১)। পরিবার সূত্রে খবর, স্থানীয় তৃণমূল প্রার্থীর টিকিট পাওয়ার পর এলাকায় বিক্ষোভ তৈরি হয়। এরপরই বিক্ষুব্ধ তৃণমূল ৪১ ও ৪২ নম্বর বুথে প্রার্থী দাঁড় করায়। তাঁর সমর্থনেই আব্দুল্লাহ ভোট প্রচার করছিলেন। অভিযোগ, লাগাতার তাঁর উপর হুমকি আসছিল। শুক্রবার রাতে তাঁর উপর তৃণমূল কর্মী-সমর্থকেরা চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এমনকী তাঁর মাথায় ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে গতকাল রাতেই বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন। যদিও পরিবারের দাবি, আব্দুল্লাহর মৃ্ত্যু হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে বারাসতের পীরগাছা এলাকা। নির্দল প্রার্থীর সমর্থককে খুনের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে টাকি রোডের উপর পথ অবরোধ করা হয়। আশপাশে থাকা বাইক ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ বলে জানা যাচ্ছে। সকাল থেকেই নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্য জুড়ে। এখনও পর্যন্ত ভোটপর্বে ২৪ থেকে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিনই এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তার মাঝেই চলছে ভোট গ্রহণ পর্ব। কেন্দ্রীয় বাহিনী থাকলেও সন্ত্রাস কমছে না। প্রতি মুহূর্তে বাড়ছে অশান্তি।
আরও পড়ুন: Panchayat Election | উত্তপ্ত মুর্শিদাবাদ, সামশেরগঞ্জ থেকে নওদা গুলি-বামার আবহে চলছে ভোট