বহরমপুর: একটু সুযোগ বা সময়ের অপেক্ষা। তাহলেই নাকি বাংলা থেকে উঠে যাবে বিজেপি। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদ্ম শিবিরের বহু বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে নির্বাচনী প্রচারে হাজির ছিলেন অভিষেক। চলতি মাসের আগামী ৩০ তারিখ ওই বিধানসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে। সেখানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অত্যন্ত কড়া ভাষায় বিরোধী শিবিরকে আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। বাম-কংগ্রেসকে ছাপিয়ে বিজেপির প্রতি অভিষেকের আক্রমণের সুর অনেক জোরাল ছিল।
আরও পড়ুন- সারারাত লাইন দিয়েও ভ্যাকসিন পেতে চরম হয়রানির শিকার শিলিগুড়ির মানুষ
কেন্দ্র এবং রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মোদি সরকারকে নিশানা করেন অভিষেক। আর সেই সময়েই তাঁকে বলতে শোনা যায়, “বিজেপির একাধিক বিধায়ক ইতিমধ্যেই তৃণমূলে যোগদান করেছেন। আরও অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তৃণমূল একবার গেট খুলে দিলেই গোটা বিজেপি দলটাই বাংলা থেকে উঠে যাবে।” কবে সেই গেট খোলা হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অভিষেক। তিনি বলেছেন, “এবার সারা দেশ জুড়ে খেলা হবে।”
আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
ভোটের আগে হিড়িক লেগে গিয়েছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার। তালিকায় সাংসদ, বিধায়ক থেকে শুভেন্দু অধিকারীর মতো মন্ত্রীও ছিলেন। আর ভোটের পরে সম্পূর্ণ পালতে গিয়েছে ছবিটা। বহু বিজেপির নেতাকর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। তালিকায় একাধিক বিধায়ক-সহ রয়েছেন বাবুল সুপ্রিয়-র মতো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সেই সঙ্গে নির্বাচনে জেতার পরে তৃণমূলে নাম লিখিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়।