তৃতীয় ঢেউ ভয়াবহ না হলে পুজোর পর স্কুল খুলবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ যদি না বাড়ে তাহলে পুজোর পর রাজ্যের সব স্কুল ও কলেজ খুলবে বলে জানালেন তিনি। স্যানিটাইজ করে স্কুল খোলা হবে বলে জানান মমতা। কিন্তু সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠিত বিশেষজ্ঞদের একটি কমিটি জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি কোভিডের তৃতীয় ঢেউয়ের প্রকোপ সর্বোচ্চ থাকবে। সেই অবস্থায় স্কুল খোলা সম্ভব হবে কিনা, তা সময়ই বলবে। মমতা এদিন বলেন, মহারাষ্ট্র ও কেরলের তুলনায় রাজ্যের করোনা পরিস্থিতি অনেক ভাল।
আরও পড়ুন : তৃতীয় ঢেউ ভয়াবহ না হলে পুজোর পরেই খুলবে স্কুল