কলকাতা: লোমহীন মসৃণ ত্বক (Sikn) পেতে হাতে-পায়ে অনেকেই বাড়িতে (Home) শেভিং (Shaving) করেন। কিন্তু অনেক সময়েই এতে হিতে বিপরীত হয়। শেভ করার পর ত্বকে ফুসকুড়ি মতো হয়, আবার অনেকের র্যাশও বেরোয়। কারওর আবার কালো স্পটও পড়ে যায়। সঠিক পদ্ধতিতে জেনে নিন বাড়িতে শেভিং করার টিপস।
আরও পড়ুন: Talk On Facts | মেয়েদের জামার বোতাম বাঁ-দিকে, কিন্তু ছেলেদের শার্টের বোতাম ডান দিকে থাকে কেন?