গ্রহণ চন্দ্রের (Lunar Eclipse) হোক বা সূর্যের আগ্রহে থাকে সমস্ত মানুষ। স্থান সময়ে আকাশের দিকে তাকালে সেই দৃশ্য বললেন না অনেকেই। সম্প্রতি হাইব্রিট সূর্যগ্রহণের (Hybrid Eclipse)সাক্ষী থেকে পৃথিবীবাসী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সময় চলে এসেছে চন্দ্র গ্রহণের (Lunar Eclipse)। মহাকাশ বিজ্ঞানীরা (Scientists) জানিয়েছেন, এই বছর ২০২৩ মোট ৪ টি হতে চলেছে। এর মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ। যার মধ্যে একটি সূর্য গ্রহণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই বছর আলসে যে চন্দ্রগ্রহনটি দেখা যাবে সেটি পেনাম্ব্রাল। বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার (Buddha Purnima) দিনে ৫ মে এই চন্দ্রগ্রহণ ঘটবে। এই চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮.৪৫ মিনিটে এবং শেষ হবে রাত ১ টায়। মোট ৪ ঘন্টা ১৮ মিনিট ধরে চলবে এই গ্রহণ। কিন্তু দুঃখের বিষয় বিশেষজ্ঞরা বলছেন, প্রথম চন্দ্রগ্রহন ভারতের কোনও জায়গা থেকেই দেখা যাবে না।
কেন ভারত থেকে দেখা যাবে না?
এর কারণ জানতে হলে আগে আমাদের চন্দ্রগ্রহণ কিভাবে হয় সেটি জানতে হবে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এবং চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। এই প্রক্রিয়ায় যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য একই লাইনে আসে। এই সময় সূর্যের আলো পৃথিবীতে পড়ে, কিন্তু চাঁদে পৌঁছায় না।একে গ্রহণ বলা হয়। যদিও গ্রহণ একটি ভৌগোলিক ঘটনা। আফ্রিকা, মধ্য এশিয়া, ইউরোপে এই গ্রহণ দেখা যাবে। এবারে চন্দ্র গ্রহণ পেনামব্রাল এর অর্থ যখন পৃথিবীর ছায়া শুধুমাত্র এক দিক থেকে চাঁদের উপর পড়ে, তখন একে পেনমব্রাল চন্দ্রগ্রহণ বলে। এ কারণে এই গ্রহন সর্বত্র দেখা যাবে না।