মৃত্যুর কারণগুলির মধ্যে অন্যতম হল স্ট্রোক (Strokes)। পরিসংখ্যান বলছে, সারা দেশে মৃত্যুর কারণ হিসেবে দ্বিতীয় স্থানে স্ট্রোক। সারা বিশ্বের (World) নিরিখেও স্ট্রোক হল মৃত্যুর অন্যতম কারণ ও সেই সঙ্গে শারীরিক অক্ষমতার তৃতীয় প্রধান কারণ। সাধারণত মনে করা হয়, স্ট্রোক বয়স্কদের অসুখ। তবে সাম্প্রতিক পরিসংখ্যান সকলকে চমকে দিয়েছে। দেখা যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে কম বয়সিদের মধ্যে স্ট্রোক হয়ে মৃত্যুর সংখ্যা।
যাঁদের স্ট্রোকের ঝুঁকি বেশি
আরও পড়ুন: Stock Market News | ফের উত্থান শেয়ার বাজারে, ১৮ হাজার ছাড়িয়ে গেল নিফটি
ভারতের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশে প্রচলিত রয়েছে। সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস (CVT) একটি বিরল ধরনের স্ট্রোক, তবে এটি ভারতে বেশি দেখা যায়। একটি সমীক্ষায়, সিভিটি পশ্চিমি জনসংখ্যার তুলনায় ভারতে ১২ গুণ বেশি । ভারত থেকে একটি হাসপাতাল-ভিত্তিক গবেষণায়, তরুণদের মোট স্ট্রোকের ক্ষেত্রে ১৬.৩% সিভিটি।
এছাড়াও, গর্ভাবস্থায় বা প্রসবোত্তর সময়কালে মহিলাদের মধ্যে সিভিটির প্রকোপ বেশি থাকে। ভিটামিন বি ১২ এর ঘাটতিও শিরা ও ধমনীর স্ট্রোকের অন্যতম কারণ। নিরামিষভোজীদের তাই এই সংখ্যা বেশি। শিশুদেরও স্ট্রোক হতে পারে। ভারতে পেডিয়াট্রিক স্ট্রোকের ঝুঁকি বেশি । আতঙ্কের খবর এটাই যে, দুঃখজনকভাবে, স্ট্রোক থেকে বেঁচে যাওয়া দুই-তৃতীয়াংশ শিশুরই স্বল্পমেয়াদী স্নায়বিক অক্ষমতা দেখা যায়।