এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কিন্তু জানেন কি কেন? কারণ, একে চন্দ্রগ্রহণ তার উপর আবার বিশেষ তিথির যোগ। এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে এমন একটি দিনে যেদিন বৈশাখী পূর্ণিমা। দিনটি অবশ্য বুদ্ধ পূর্ণিমা নামেই বেশি পরিচিত। এর ঠিক ১৫ দিন আগে এই বছরের প্রথম সূর্যগ্রহণ হয়ে গিয়েছে। আর মাত্র ১৫ দিনের তফাতে পরপর দুটি গ্রহণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার (Buddha Purnima) দিনে ৫ মে এই চন্দ্রগ্রহণ ঘটবে। এই চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮.৪৫ মিনিটে এবং শেষ হবে রাত ১ টায়। মোট ৪ ঘন্টা ১৮ মিনিট ধরে চলবে এই গ্রহণ।
বুদ্ধ পূর্ণিমায় হতে চলা বছরের প্রথম এই চন্দ্রগ্রহণ ভারত মহাসাগর, আন্টার্কটিকা, আটলান্টিক মহাসাগর, এশিয়া মহাদেশের কিছু অংশ, দক্ষিণ ও পশ্চিম ইউরোপ, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এ বছরে অবশ্য আরও একটি চন্দ্রগ্রহণ আছে। সেটি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ২০২৩ সালের এই দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে আগামী ২৮ অক্টোবর। আর এটিই হবে এই বছরের শেষ গ্রহণ। জানা গিয়েছে, এটি দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আমেরিকা ও আফ্রিকা থেকে।