চন্ডীগড়: মুখ্যমন্ত্রীর পদ থেকে অমরিন্দর সিংয়ের (Amrinder Singh) ইস্তফার পর পঞ্জাব কংগ্রেসের (Punjab Congress) দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান হল নাকি নতুন কোনও সংঘাতের ক্ষেত্র তৈরি হয়ে গেল তা বলার সময় এখনও আসেনি৷ আপাতত কংগ্রেস নেতৃত্ব ব্যস্ত নতুন মুখ্যমন্ত্রীর খোঁজে৷ হাইকম্যান্ডের তরফে রাজ্যসভার সাংসদ অম্বিকা সোনির (Ambika Soni) কাছে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব পাঠানো হয়৷ কিন্তু ওই পদে একজন শিখ নেতার বসা উচিত বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী৷ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব সোনিয়া গান্ধীর উপর ছেড়ে দিয়েছেন দলের বিধায়করা৷ তিনি যাঁর নাম চূড়ান্ত করবেন তাঁকে মেনে নেবে দল৷
আরও পড়ুন: সংবাদমাধ্যমের স্বাধীনতায় ‘হস্তক্ষেপ’, বিজেপি শাসিত হরিয়ানায় গ্রেফতার সাংবাদিক
মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকেই এগিয়ে৷ যাঁর মধ্যে রয়েছেন সুনীল জাখরও৷ কিন্তু সূত্রের খবর প্রদেশ কংগ্রেস সভাপতি সিধু-সহ কয়েকজনের সুনীল জাখরের নামে আপত্তি রয়েছে৷ ফলে এই নামও তালিকা থেকে কাটা পড়তে পারে৷ তবে যত যাই হোক আজ রবিবারের মধ্যেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে কংগ্রেস৷ পঞ্জাবের এক বিধায়ক সুখজিন্দর সিং রানধওয়া জানিয়েছেন, আর ২-৩ ঘণ্টার মধ্যে নাম চূড়ান্ত হয়ে যাবে৷
পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে যখন আলোচনা চলছে তখন অমরিন্দরের প্রতি সমবেদনা প্রকাশ করা শুরু করেছে বিজেপি৷ দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য জানিয়েছেন, অমরিন্দরের ইস্তফা গান্ধী পরিবারের কাছে অপ্রত্যাশিত ছিল৷ ওরা ভেবেছিল এবারও সব অপমান সহ্য করে নেবেন ক্যাপ্টেন৷ কিন্তু কংগ্রেস নতুন মুখ্যমন্ত্রী খুঁজতে হিমশিম খাচ্ছে৷ তার উপর ক্যাপ্টেন জানিয়ে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রীকে আস্থা ভোট দিতে হবে৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, গান্ধীদের থেকে অমরিন্দর সিংয়ের জনপ্রিয়তা বাড়ছিল৷ তাই তাঁকে সরিয়ে দেওয়া হল৷
Clearly, Capt Amarinder Singh’s resignation has taken the Gandhis by surprise. They had not anticipated that he would take only so much humiliation and no more.
They are struggling to find a CM and Capt has made it tougher by demanding that the new CM prove majority on the floor.— Amit Malviya (@amitmalviya) September 19, 2021
৫২ বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত অমরিন্দর সিং৷ প্রাক্তন সেনা অফিসার সাড়ে ৯ বছর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন৷ কিন্তু গতকাল ইস্তফা দেওয়ার পর দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি৷ তার পর অমরিন্দরের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাঁকে ওই ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন৷ টুইট করে লেখেন, ‘ক্যাপ্টেন আমাদের দলের শ্রদ্ধেয় নেতা৷ আমি আশাবাদী তিনি দলের স্বার্থে কাজ করে যাবেন৷’
আরও পড়ুন: আগামী ৫ বছরে এনএইচএআই’র আয় বেড়ে দাঁড়াবে ১ লক্ষ ৪০ কোটি, দাবি গড়কড়ির
I hope that Capt. Amarinder Singh ji won't take any step that could cause damage to the Congress party. Capt. Sahib himself has said that the party made him CM and allowed him to continue as CM for nine and a half years. pic.twitter.com/rqJfzzxUp3
— Ashok Gehlot (@ashokgehlot51) September 19, 2021