কলকাতা টিভি ওয়েব ডেস্ক : আরব সাগরে ক্রুজ মাদক পার্টিতে হানা দিয়েছিল এনসিবি। সেখান থেকেই গ্রেফতার করা হয় আরিয়ান খান-সহ তাঁর তিন বন্ধুকে। আর এই গোটা অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়। তবে, বিগত কিছুদিন ধরেই এই মাদক কাণ্ডের মতই চর্চা হচ্ছে সমীর ওয়াংখেড়কে নিয়ে। কারণ ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে মুম্বইয়ের চারটি থানায় ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবার এই সব অভিযোগের তদন্ত শুরু করলেন এসিপি মিলিন্দ খেতাল।
রবিবার আরিয়ান খান মামলা চাঞ্চল্যকর মোড় নিয়েছে। এই ঘটনার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল আরিয়ান কাণ্ডে টাকার লেনদেনের মত গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, এই ঘুষ নেওয়ার কথোপকথন তদন্তকারী অফিসার এবং এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের মধ্যে হয়েছিল।
আরও পড়ুন – পুনে থেকে গ্রেফতার আরিয়ান-মামলায় NCB-র সাক্ষী কেপি গোসাভি
প্রভাকর সেইলের দাবি করেন, ১০ টি সাদা কাগজে তাঁকে দিয়ে সই করানো হয়েছে। এছাড়াও তিনি জানান, ২রা অক্টোবরের রাতে আরিয়ানকে এনসিবির দফতরে নিয়ে আসার পর কেপি গোসাভি এবং স্যাম ডিসুজার মধ্যে কথোপকথন শুনেছিলেন তিনি। যেখানে বলা হয়েছিল ২৫ কোটি টাকা দাবি করা হবে। যদিও, ১৮ কোটিতে গোটা মামলা রফা হবে। যার মধ্যে ৮ কোটি টাকা এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে দেওয়া হবে।
Drugs-on-cruise case | A team led by ACP Milind Khetale to investigate the allegations levelled against NCB Zonal Director Sameer Wankhede. Four Police stations in Mumbai have received complaints against Wankhede: Mumbai Police
— ANI (@ANI) October 27, 2021
শুধু তাই নয়। ওয়াংখেড়ে নিজে একাধিক দুর্নীতিতে যুক্ত বলেও অভিযোগ করেন মহারাষ্ট্রের উন্নয়ন মন্ত্রী নবাব মালিক। সম্প্রতি তিনি সামনে আনেন, সমীরের এক জন মুসলিম সম্প্রদায়ের ৷ কিন্তু, চাকরি এবং ব্যক্তিগত সুবিধা পাওয়ার লোভে নিজের পরিচয় গোপন করেছিলেন ৷ নবাবের অভিযোগ, চাকরির প্রয়োজনে খাতায় কলমে নিজের ধর্ম কিংবা জাতি বদলে ফেলতেও দ্বিধাবোধ করেননি এই সমীর। যদিও বুধবার ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং জানিয়েছেন, এখনই সমীর ওয়াংখেড়কে তদন্তভার থেকে সরানো হচ্ছে না। ফলে, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আরিয়ান কাণ্ডের তদন্তে আগের মতোই বহাল থাকবেন সমীর ওয়াংখেড়ে।