কলকাতা: সকালের প্রথম চা’টা বারান্দায় (Bancony) বসে না খেলে অনেকেরই দিনের শুরুটা ভাল হয় না। ছুটির দিনে বিকেলের পড়ন্ত রোদে বারান্দায় বসে একান্তে সময় কাটানো অথবা গল্পের বই পড়া, গান শোনা। আবার বারান্দাটা একটু সাজিয়ে সেলিব্রেট করতে পারেন আপনার বিশেষ দিনগুলো। কারণ বাড়ির এই জায়গাটা অনেকেরই খুব পছন্দের একটি জায়গা। খুব অল্প সময়, অল্প জিনিসেই ভোল বদলে ফেলুন আপনার বারান্দার।
সবুজের আভা: বারান্দা সাজাতে হলে সবুজে মুড়ে ফেলতে পারেন। মাটিতে বেশি জায়গা না হলে নানা আকারের রংবেরঙের ঝোলানো টব লাগান। মরসুমি ফুলের গাছ লাগালে দেখতে সুন্দর লাগবে। তা ছাড়াও বুগেনভিলিয়ার মতো লতানো ফুলের গাছও লাগাতে পারেন। মানিপ্ল্যান্ট নিয়ে বারান্দার গ্রিলে জড়িয়ে পেলতে পারেন, দেখতে বেশ ভাল লাগবে।
আরও পড়ুন: Monsoon Destinations | Travel | এবার বর্ষায় গন্তব্য হোক নির্জন ‘সি বিচ’গুলো
বসার ব্যবস্থা: বারান্দায় বসে গল্প করতে বা চা-কফি খেতে কার না ভাল লাগে! তাই বারান্দায় একটা বসার ব্যবস্থা অবশ্যই করবেন। ছোট্ট টেবিল আর দু’টি চেয়ার পাততে পারেন। জায়গা খুব ছোট হলে ফোল্ডিং চেয়ার-টেবিল কিনুন। তার সঙ্গে রঙিন কুশন।
দেওয়াল: নীচে খুব বেশি জিনিস দিয়ে জায়গা ভর্তি না করে বারান্দার দেওয়ালগুলি ব্যবহার করতে পারেন। ছবি, আয়না বা ঘর সাজানোর জিনিস দিয়ে সাজানো তাক, ওয়াল হ্যাঙ্গিং তো ঝোলাতেই পারেন। বাড়িতে খুদে ছবি আঁকতে ভালবাসে? তা হলে তাদের আঁকা ছবিগুলি বাঁধিয়েও সাজিয়ে তুলতে পারেন বারান্দা।
আলো: বারান্দায় টুনি লাইট লাগাতে পারেন। কিংবা কৃত্রিম মোমবাতি দিয়েও সাজাতে পারেন। সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে আড্ডা জমবে এখানেই। কিংবা বিশেষ দিনে পছন্দের মানুষের সঙ্গে সময় কাটানোর ঠিকানা হয়ে উঠবে আপনার প্রিয় বারান্দাই।