কলকাতা : উপ-নির্বাচন হলেও ভাবা হয়েছিল ঘরের মেয়েকে জেতাতে সকালে থেকেই লম্বা লাইন দেখা যাবে ৷ কিন্তু, নিজের অতীত ঐতিহ্য থেকে যেন বেরিয়ে আসতে পারল না ভবানীপুর ৷ এর আগের প্রতিটি ক্ষেত্রে যেমনটা দেখা গিয়েছিল এবারও তাই ৷ এবারও ঘুম ভাঙতে দেরি হল ভবানীপুরের ৷
আরও পড়ুন : ফিরহাদ-সুব্রতর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির
আজ রাজ্যের তিন জায়গায় ভোট গ্রহণ চলছে ৷ এর মধ্যে দুটি জায়গায় নির্বাচন ৷ আর ভবানীপুরে উপ-নির্বাচন ৷ দুপুর ১টা পর্যন্ত সামশেরগঞ্জে ৫৭.১৫, জঙ্গিপুর ৫৩.৭৮ শতাংশ ভোট পড়েছে ৷ কিন্তু সেখানে ভবানীপুরের মতো হেবিওয়েট কেন্দ্রে মাত্র ৩৫.৯৭ শতাংশ ৷
চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া
অর্থাৎ, প্রথম চার ঘণ্টায় শতাংশের বিচারে আর দুই জায়গার থেকে অনেকটাই পিছিয়ে ভবানীপুর ৷ প্রথমে আশঙ্কা ছিল, আজ হয়তো বৃষ্টি হবে ৷ গত কয়েক দিনের নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসা ভবানীপুর জল জমে থাকবে ৷ কিন্তু, আজ সকাল থেকেই পরিষ্কার আকাশ ৷ জল জমে নেই রাস্তার কোথাও ৷ কিন্তু,তা-ও লাইন কম কেন ?
আদতে ফি বছরই দেখা গিয়েছে ভবানীপুরে মূলত বেলার দিকেই ভোটের হার বেশি থাকে ৷ লম্বা লাইনও চোখে পড়ে ৷ এ দিন সকাল থেকেই ভোট দেওয়ার আবেদন জানিয়ে টুইট করছেন একাধিক তৃণমূল নেতা ৷
আরও পড়ুন : নেত্রীর জন্য আসন ছেড়ে গর্বিত শোভনদেব
এখন দেখার, ঘরের মেয়েকে জেতাতে দিনের শেষে কত ভোট দেন ভবানীপুরের মানুষজন ৷