কলকাতা: ভালো আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। বাড়ি ফেরার পর বুদ্ধবাবু স্থিতিশীল রয়েছেন। রাইলস টিউব এখনও রয়েছে। বাইপ্যাপ ও অক্সিজেন ব্যবহার হচ্ছে। যদিও বাইপ্যাপ মাঝে মাঝে ব্যবহার করা হচ্ছে। বাড়ি গিয়ে নতুন করে কোনও অসুস্থতা তৈরি হয়নি। জানিয়েছেন, তাঁর পারিবারিক চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়।
বুধবার আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে সিসিইউ অ্যাম্বুলেন্সে করে পাম অ্যাভেনিউয়ের বাড়িতে আনা হয় তাঁকে। মঙ্গলবার থেকেই তাঁর বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হয়ে যায়। গত ২৯ জুলাই থেকে তিনি আলিপুরের এক বেসরকারি হাসপাতালে (Hospital) ভর্তি ছিলেন। এখন তিনি অনেকটাই ভালো আছেন। পরিচিতদের সঙ্গে কথাও বলছেন তিনি।
আরও পড়ুন: থার্ড রেল বদলের পরিকল্পনা, আড়াই মিনিটেই মিলবে মেট্রো পরিষেবা
ইতিমধ্যে আগেই হাসপাতালের একটি টিম বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট ঘুরে দেখেছেন। সেখানে যাতে তাঁর চিকিৎসার সব সরঞ্জাম রাখা যায় তা খতিয়ে দেখা হয়েছে। হাসপাতালের একটি টিম তৈরি করা হয়েছে। যাঁরা তাঁরা বাড়িতে চিকিৎসার দেখভাল করবেন। হোম কেয়ার করবেন।বাড়িতে একটি কার্ডিয়াক মনিটর আছে। সেখানে রক্তে অক্সিজেনের মাত্রা, হৃদস্পন্দন, রক্তচাপ খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, হাসপাতালে ভর্তির সময় বুদ্ধদেববাবুর ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছিল। তাঁর শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। তাঁকে রাইলস টিউবের সাহায্যে খাওয়ানো হয়। ১১ দিন ধরে ভর্তি থাকার পর এখন তিনি অনেকটাই বিপন্মুক্ত। তিনি নিজেও বাড়ি ফিরতে চেয়েছেন। সব দিক বিবেচনা করেই চিকিৎসকরা তাঁকে বাড়ি ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়।