মুম্বই: দীপাবলির আগে ঘরে ফিরছে ছেলে। টানা ২৫ দিন পর আরিয়ান খানের জামিন হতেই স্বস্তি মন্নতে। শাহরুখের চোখ-মুখ দেখেও বোঝা যাচ্ছে, তিনি কতটা খুশি হয়েছেন। আর এমন খুশির দিনে একটা স্মরণীয় ছবি হবে না, তা হয়! আইনজীবীর দলের সঙ্গে ছবি তুললেন কিং খান। সেই ছবিই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
Shah Rukh Khan with his legal team#AryanKhanBail #AryanKhanCase #ShahRukhKhan #GauriKhan @iamsrk pic.twitter.com/JhAQDNoUm2
— Bar and Bench (@barandbench) October 28, 2021
শাহরুখ খান ও তাঁর আইনজীবীরা।
এ দিকে টুইট করে নিজের স্বস্তির কথা জানিয়েছেন বলিউড অভিনেতা আর মাধবন৷ সেই টুইটে যদিও তিনি কারও নাম বা প্রসঙ্গ উত্থাপন করেননি৷ শুধু লিখেছেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ৷ একজন বাবা হিসাবে আমি খুব স্বস্তি পেয়েছি .. … সব ভাল এবং ইতিবাচক জিনিস ঘটুক।’ এই টুইট ইতিমধ্যে পঞ্চাশ হাজারের বেশি লাইক কুড়িয়েছে৷ শেয়ার ও রিটুইট হয়েছে কয়ে হাজার৷
Thank god . As a father I am So relieved .. … May all good and positive things happen.
— Ranganathan Madhavan (@ActorMadhavan) October 28, 2021
বৃহস্পতিবার ২৫ দিন পর তাঁর জামিন মঞ্জুর করল বম্বে হাই কোর্ট। তবে জামিন পেলেও আজই মন্নতে ফিরতে পারছেন না আরিয়ান। আগামিকাল, শুক্রবার বম্বে হাইকোর্টের রায়ের চূড়ান্ত নির্দেশ আসার পর তাঁর মুক্তির জন্য আবেদন করতে পারবেন আইনজীবীরা। পিটিআই-কে সতীশ মানেশিন্ডে বলেন,”প্রথম দিন থেকে আরিয়ানের কাছে মাদক ছিল না। মাদক খাওয়া, ষড়যন্ত্রের কোনও প্রমাণ নেই।”
দীপাবলির আগে বাড়ি ফিরবেন শাহরুখ খান এবং গৌরী খানের বড় ছেলে। ৩ অক্টোবর মাদক সহ গ্রেফতার করা হয় আরিয়ানকে। সে দিন কর্ডেলিয়া ক্রুজ নামে এক প্রমোদতরীতে একটি মিউজিক্যাল সফরের আয়োজন করা হয়েছিল। পনেরোশো যাত্রী নিয়ে মুম্বই থেকে গোয়া রওনা হয়েছিল ওই বিলাসবহুল প্রমোদতরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড, ফ্যাশন, বাণিজ্যজগতের বহু মানুষ।
আরও পড়ুন: আরিয়ান মামলার অফিসার ইনচার্জ সমীর ওয়াংখেড় নন, সাফ জানাল NCB
আটক করে নিয়ে যাওয়া হচ্ছে আরিয়ানকে
ওই প্রমোদতরণীতে ড্রাগ-মজুতের আগাম খবর যায় এনসিবির কাছে। সেখান থেকেই শাহরুখ পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু-সহ মোট ১১ জনকে আটক করে এনসিবি। টানা জেরার পর আরিয়ান সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। আরিয়ানের কাছ থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ৫ গ্রাম মেফেড্রোন ও ২২টি এমডিএমএ (একস্ট্যাসি) পিলস উদ্ধার করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা।
তার পর থেকেই জেলেই রয়েছেন আরিয়ান। ২১ দিন আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান। কয়েকদিন আগে শাহরুখ জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখাও করে আসেন। বেশ কয়েকবার তাঁর জামিনের আবেদন নাকচ করেছে আদালত। অবশেষে গ্রেফতারির ২৬ দিন পর বৃহস্পতিবার জামিন পেলেন আরিয়ান। এ দিন আরিয়ান ছাড়াও মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টের জামিন মঞ্জুর করেছে বম্বে হাই কোর্ট।
ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে শাহরুখ
আরও পড়ুন: পুনে থেকে গ্রেফতার আরিয়ান-মামলায় NCB-র সাক্ষী কেপি গোসাভি
প্রমোদতরীতে অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সম্প্রতি ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। মুম্বইয়ের চারটি থানায় ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যদিও এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং জানিয়েছিলেন, এখনই সমীর ওয়াংখেড়েকে তদন্তভার থেকে সরানো হচ্ছে না।