বাঁকুড়া: ভোটের স্ট্রং রুমে ব্যালট বক্স বদলের অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপি (BJP) বিধায়কের নেতৃত্বে বিজেপির কর্মী ও প্রার্থীদের। ঘটনা বাঁকুড়ার (Bankura) ওন্দা (Onda) স্ট্রং রুমের। এই ঘটনাকে কেন্দ্র করে কখনও কেন্দ্রীয় বাহিনী (Central Force) আবার কখনও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তর্কে জড়ালেন বিজেপির বিধায়ক ও নেতা কর্মীরা। পরে স্ট্রং রুমের সামনে প্রবল বিক্ষোভ শুরু করে বিজেপি।
বিজেপি বিধায়কের অভিযোগ, স্ট্রং রুমে ব্যালট বাক্স আগেই ঢুকিয়ে দেওয়া হয়। পরে সিল করার সময় বিজেপির প্রতিনিধিদের ডাকা হয়। বিজেপির অভিযোগ যে সব বুথে বিজেপি শক্তিশালী সেইসব বুথের ব্যালট বাক্স পরিবর্তন করে আগে ভাগেই স্ট্রং রুমের মধ্যে তা ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে সিল করার জন্য তাদের ডাকা হয়। স্ট্রং রুম ফাঁকা না দেখিয়ে কীভাবে আগে ভাগেই সেখানে ব্যালট বক্স ঢোকানো হল তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে কখনও স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী আবার কখন সরকারি আধিকারিকদের সঙ্গে তর্কে জড়ালেন বিজেপি বিধায়ক ও দলের প্রার্থীরা। পরে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি।
বিজেপি বিধায়ক অমর শাখার অভিযোগ, প্রশাসন ও তৃণমূলের যোগসাজশে কেন্দ্রীয় বাহিনীকে আড়াল করে বিজেপির শক্তিশালী বুথের ব্যালট বক্স ডিসি আরসি সেন্টার থেকে ব্যালট বাক্স পরিবর্তন করে স্ট্রং রুমে আগে ভাগেই ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে সিল করার সময় বিজেপি ও অনান্য রাজনৈতিক দলের প্রতিনিধি দলকে ডাকা হয়। তবে বিজেপির এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। তৃণমূলের দাবি হেরে যাবে এখন পরিকল্পনা করে এমন সব নাটক সামনে আনছে বিজেপি।