হাওড়া : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খোলায় হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কার করল দল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম উল্লেখ করে একটি চিঠিতে দল সুরজিৎকে বহিষ্কারের কথা জানিয়ে দিয়েছে। বলা হয়েছে, দল বিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের দায়ে সুরজিৎ সাহাকে বহিষ্কার করা হল। চিঠিতে বিজেপির হয়ে সই করেছেন দলের রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির পুরনো কর্মীদের মধ্যে ক্ষোভের আগুন বেড়েই চলেছে৷ সেই ক্ষোভের আগুনে আরও ঘি ঢেলে দেন শুভেন্দু নিজে৷ পুরভোটের আগে মঙ্গলবার কলকাতা ও হাওড়া জেলাকে নিয়ে নির্বাচন কমিটি তৈরি করে বিজেপি৷ তখন বিধানসভা ভোটে হাওড়া জেলায় বিপর্যয়ের দায় বিজেপির কর্মীদের ঘাড়ে চাপান শুভেন্দু৷ তিনি বলেন, বিজেপি হাওড়ায় হেরেছে কারণ তৃণমূলের মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে দলের প্রার্থীদের যোগাযোগ ছিল৷
শুভেন্দুর মুখে এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছেন হাওড়ার বিজেপি নেতারা৷ জেলার বিজেপি সভাপতি প্রকাশ্যেই তাঁকে ‘চোর’ বলে সম্বোধন করেন৷ শুভেন্দুর অভিযোগ নস্যাৎ করে চ্যালেঞ্জের সুরে এদিন সুরজিৎ বলেন, ‘আগে প্রমাণ করুন আপনি কতটা সৎ৷’
আরও পড়ুন – কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফেব্রুয়ারিতে গোটা রাজ্যে একসঙ্গে পুরভোট চাইছে বিজেপি
সুরজিৎকে পাঠানো বহিষ্কারের চিঠি
এরপর তিনি বলেন, ছ’মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীর কাছ থেকে দলের কর্মীদের সততার সার্টিফিকেট চাই না৷ বরং তাঁকে প্রমাণ করতে হবে তিনি কত বড় সৎ নেতা৷ নারদ কাণ্ডে তাঁকেই দেখা গিয়েছে টাকা নিতে৷ বিজেপির কোনও কর্মকর্তাকে নয়৷ এরপর শুভেন্দুকে কটাক্ষ করে সুরজিৎ বলেন, বিজেপিতে এসে শুভেন্দু অধিকারী তৃণমূলের যে বি-টিম তৈরি করছেন সেখানে হাওড়া কোনও কর্মকর্তা কাজ করবে না৷
আরও পড়ুন – নন্দীগ্রামে তৃণমূলের নিশানায় অধিকারীরা, শুভেন্দুকে মীরজাফর বলে আক্রমণ কুণালের
তারপরে সুরজিৎ সাহার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের দায় ভার চাপিয়ে দেয় বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম উল্লেখ করে সুরজিৎকে একটি চিঠি পাঠিয়ে বহিষ্কার করা হয়।